তাজিকিস্তানের অনলাইনে বিরোধী দলের শোচনীয় দশা

পূর্ব তাজিকিস্তানের পর্বত সমূহ। ছবি পিক্সাবে-এর, ক্রিয়েটিভ কমন্স-এর মাধ্যমে ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারী নাদোর্গ এটি আপলোড করেছে।

তাজিকিস্তানের বিরোধী নেতা হতে যাচ্ছেন এমন এক ব্যক্তি কীভাবে সোশ্যাল মিডিয়া তার উপস্থিতি প্রতিষ্ঠিত করবে? আব্দুল মান্নোন শেরালিয়েভ, যিনি নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রেনেসাঁ পার্টি অফ তাজিকিস্তান এর এক সদস্য, এই বিষয়ে তার কিছু বিদ্রূপাত্মক চিন্তা রয়েছে।

শেরালিয়েভ-এর ফেসবুকের পাতায় তুলে ধরা তার এক প্রবন্ধের সারাংশ এখানে প্রকাশ করা হল, যা এপ্রিলে প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উপস্থিতির ক্ষেত্রে তার নির্দেশনার মধ্যে রয়েছে ভুয়া অনুসারী বা ফলোয়ার দিয়ে কৌশলগত সেলফি তোলা এবং তাদের নিয়ে ট্রোল বা মজা করার কৌশল–দৃশ্যত এটি রাজনৈতিক বহিরাগতদের জন্য অনেক বেশী প্রাসঙ্গিক, যারা সমর্থনের জন্য এক ভিত্তি গড়ে তুলতে চায়, তা সে তাজিকিস্তান বা অন্য যে কোন রাষ্ট্রে হোক না কেন

শেরালিয়েভ যে সমস্ত উপদেশ প্রদান করেছে তা নীচে তুলে ধরা হল :

নেই কার্যকরী বিরোধী দল

শেরালিয়েভ-এর এই নির্দেশনার বিষয়ে আরো বিস্তারিত কিছু তুলে ধরার আগে এটি বলা প্রয়োজন যে তাজিকিস্তান প্রচলিত, পরিপূর্ণ সাধারণ কোন বিরোধী দলের অভাব রয়েছে, যার জন্য দায়ী তাজিক সরকার, যারা এমনকি খুব হালকা/সামান্য সমালোচনাও সহ্য করতে নারাজ।

দেশটির কিছু প্রখ্যাত অনলাইন বিরোধী নেতার প্রতি শেরালিয়েভের উন্নাসিকতা-বিশেষ করে যে সমস্ত নেতারা বিশেষ করে দেশের বাইরে অবস্থান করছে-এর কারণ হতে পারে সম্ভবত শেরালিয়েভ-এর মর্যাদা, যা অর্জন করেছেন দেশটির সর্বশেষ সত্যিকারের প্রধান বিরোধী দলের একজন সদস্য হিসেবে।

তুলনামূলক সহজ বিরোধী যে শক্তি দেশটির একেবারে সাম্প্রতিক সময় পর্যন্ত সংসদে ছিল, সেই আইআরপিটির সদস্যরা লুকিয়ে যেতে বাধ্য হয় বিশেষ করে যখন তাজিকিস্তানের কর্তৃত্ব পরায়ণ সরকার হঠাৎ করে ২০১৫ সালে এই দলটিকে নিষিদ্ধ করে এবং গত বছর দলটির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে জেলে পাঠিয়ে দেয়।

কিন্তু যেহেতু তাজিকিস্তানের ফেসবুক ভিত্তিক অনলাইন বিরোধী দল দেশটির প্রতিদিনের দমন নিপীড়নের মাঝে বাস করে না, যেমনটা মধ্য এশিয়ার এই দেশটিতে আইআরপিটি দলের সদস্যরা দলটির বৈধ অস্তিত্বের ইতি ঘটার পরে যে ঘটনার মুখোমুখি হচ্ছে, তার মানে এই নয় যে এই অনলাইনবাসীরা বিপদ মুক্ত জীবন উপভোগ করে।

যেমন এর এক উদাহরণ উমারালি কুভাতভ, যিনি বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দল গ্রুপ্পা ২৪-এর নেতৃত্ব প্রদান করতেন, ২০১৫ সালে তাকে ইস্তাম্বুলে গুলি করে হত্যা করা হয়, সম্ভবত তার আগে তাকে বিষ প্রয়োগ করা হয়। এই দলের অন্য গুরুত্বপূর্ণ সদস্যরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, তাদের অভিযোগ তারা দুটি দেশের সীমান্তে হয়রানির শিকার হয় এবং নজরদারির মধ্যে রয়েছে।

যে সময় কুভাতোভাসকে খুন করা হয় শে সময় তাজিকিস্তান গ্রুপ্পা ২৪কে সন্ত্রাসবাদী দল হিসেবে ঘোষণা করে, যদিও দলটির অপরাধ দৃশ্যত দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা রাষ্ট্রপতি এমমালী রাখমনকে নিয়ে তোষামোদ বিহীন মেমে পোস্ট করা। যদিও দলটি দেশের ৮৫ লক্ষ নাগরিকের এক অসফল বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

কিন্তু শেরালিয়েভ নিঃসন্দেহে সঠিক ভাবে এই বিষয়টি উল্লেখ করেছে যে গ্রুপ্পা ২৪ এবং একই ধরনের বিরোধী মানসিকতার দলগুলোর পোস্টের জনপ্রিয়তা বৃদ্ধি ঘটে তাদের ভুয়া অনুসারীদের দ্বারা-কারণ সত্যিকারের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কোন পোস্টে লাইক দেওয়ার ক্ষেত্রে ক্রমশ ভীত হয়ে উঠেছে-যা তাদের একভাবে মর্মস্পর্শী অভিজ্ঞতা প্রদান করে।

তার এই হালকা চালে বলা গুরুত্বপূর্ণ পোস্টে, শেরালিয়েভ একই সাথে বিবেচনা করছে কী ভাবে ভুয়া অনুসারীরা এক দূরবর্তী এবং ধারাবাহিক অনলাইন আচরণ গ্রহণ করবে যাতে সম্ভাব্য বিরোধী নেতা হতে যাওয়া নাগরিকের প্রোফাইল উন্নত করা যায়।

নাগরিকদের সাথে যুক্ত হওয়া

কিন্তু সত্যিকারের নাগরিকদের ক্ষেত্রে কী ঘটবে? এমন কী এই সকল উদ্দীপক রাজনীতিবিদেরা দেশটিতে বাস করেও থাকে, রাষ্ট্রীয় প্রচার মাধ্যম কোনদিন তাদের চেহারা দেখায় না।
জাতীয় প্রচার মাধ্যমে কেবল শাসকদের জন্য-যার মানে হচ্ছে অনলাইন বিরোধীদের অন্য কোথাও মুখ দেখাতে হবে-এবং নিয়মিত ইন্টারনেট প্রবেশকারী দেশটির এক পঞ্চমাংশ নাগরিকদের কাছে আবেদনের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ।

রাজ্যহীন রাজা

সাম্প্রতিক বছরগুলোয়, তাজিকিস্তানের ইন্টারনেটের গতি ক্রমশ ধীরগতিতে পরিণত হয়েছে এবং রাজনৈতিক নিপীড়নের বিষয়টি আরো জোরালো হওয়ার কারণে ব্যবহারকারীরা রাজনৈতিক পোস্ট প্রদান এড়িয়ে চলেছে, কিন্তু এ রকম পোস্ট যদি এক নিবেদিত প্রাণ অনুসারীকে আকর্ষণ করে, তাহলে কী হবে?

যেমনটা শেরালিয়েভ-এর ক্ষেত্রে ঘটেছে, যার পোস্ট ১৪০টি লাইক পেয়ছে, তার ব্যাখ্যা হচ্ছে দেশটির অনলাইনে অবস্থান করা বিরোধীদলের সদস্যরা এক অর্থহীন বেদনার দ্বারা নির্ধারিত হয়:

Дар натиҷа, баъди ин таблиғҳо, як гурӯҳи дигаре аз шогирдони воқеъӣ пайдо хоҳед кард, ки хоҳанд пиндошт шумо ҳамон нафаре ҳастед, ки “шогирдонатон” муаррифӣ мекунанд ва шумо ба як лидери…. фейсбукӣ табдил мешавед. Бале танҳо фейсбукӣ.

এই সকল প্রচারণা যদি কাউকে সত্যিকারের একদল অনুসারী খুঁজে দেয় যে এই রকম এক নেতাকে সত্যিকার অর্থে সবার সামনে তুলে ধরে, সেক্ষেত্রে এ রকম ব্যক্তির ফেসবুক নেতা হওয়ার জন্য তার ফেসবুক স্ট্যাটাস প্রয়োজন। কিন্তু সে কেবল ফেসবুকে নেতা হয়ে থাকবে, তার চেয়ে বেশী কিছু নয়।

Exit mobile version