নেট-নাগরিক প্রতিবেদন: নতুন গবেষণার পরীক্ষায় উন্নয়নশীল দেশগুলির জন্যে ফেসবুকের ডিজিটাল ‘অন র‍্যাম্প’

মৌরিতানিয়ার রোসোর একটি সাইবার ক্যাফে। ফ্লিকারের মাধ্যমে সাইরাস ফারীবের ছবি (সিসি বাই-এনসি-এসএ ২.০)

গ্লোবাল ভয়েসেস এডভোকেসির নেট-নাগরিক প্রতিবেদন বিশ্বজুড়ে ইন্টারনেটের অধিকারগুলির চ্যালেঞ্জ, জয়লাভ ও উদীয়মান প্রবণতার একটি সংক্ষিপ্ত আন্তর্জাতিক চিত্র প্রদান করে।

এই সপ্তাহে গ্লোবাল ভয়েসেস বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারের “অন র‍্যাম্প” হিসেবে কাজ করার উদ্দেশ্যে ফেসবুকের তৈরি করা অ্যাপ “ফ্রি বেসিক”-এর উপর একটি মূল গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।

আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকা জুড়ে এখন ৬৩টি দেশে সক্রিয় এই অ্যাপ্লিকেশনটি এর ব্যবহারকারীদের বিশ্বব্যাপী ইন্টারনেটে না নিয়ে গিয়ে বরং তাদেরকে বিনামুল্যে ফেসবুক এবং ইএসপিএন ও ডিজনি থেকে শুরু করে বিবিসি ও উইকিপিডিয়া পর্যন্ত কয়েকটি অনলাইন সেবা পেতে দেয়। ফেসবুক কর্মসূচীটি নিয়ে তাদের প্রচারমূলক উপকরণগুলিতে বলেছে যে: “ইন্টারনেটের সুবিধার জন্যে মানুষকে উপস্থাপন [করায়]” এরা মোবাইল ডেটা খরচকে যুক্তিসিদ্ধ করবে যার ফলে এটা “আরো মানুষকে অনলাইনে এনে তাদের জীবন উন্নত করতে সাহায্য করবে।”

গ্লোবাল ভয়েসেসের প্রদায়কদের একটি দল এই অ্যাপটি ব্যবহার করে শেষ বসন্তে তাদের তত্ত্বটি নিজেরাই পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন। আইসিটি এবং ইন্টারনেট নীতি সম্প্রদায়ের বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে স্থির করা ব্যবহারযোগ্যতা এবং মুক্ত ইন্টারনেট মানদণ্ডের বিপরীতে ফ্রি বেসিকসকে মূল্যায়ন করে আমরা কলাম্বিয়া, ঘানা, কেনিয়া, মেক্সিকো, পাকিস্তান এবং ফিলিপাইনে কেস স্টাডি পরিচালনা করেছি।

প্রাপ্ত অন্যান্য ফলাফলগুলির মধ্যে আমরা অ্যাপ্লিকেশনটির স্থানীয়করণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ত্রুটি নথিভুক্ত করেছি। আমাদের গবেষণায় পরীক্ষিত প্রোগ্রামের কোনও সংস্করণই স্থানীয় জনসংখ্যার ভাষাগত চাহিদার পরিপূরক নয়। পাকিস্তান ও ফিলিপাইনসহ ব্যাপকভাবে বহুভাষী দেশগুলিতে শুধুমাত্র একটি স্থানীয় ভাষায় অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। ঘানাতে টিগো প্রদত্ত অ্যাপ্লিকেশনটির সংস্করণ শুধুমাত্র ইংরাজি ভাষাতেই পাওয়া যায়। ফ্রি বেসিকস যুক্তরাষ্ট্রভিত্তিক বেশ কয়েকটি কর্পোরেট পরিষেবা প্রদান করায় এতে স্থানীয় সমস্যা ও চাহিদা পূরণের মতো অপেক্ষাকৃত সামান্য গুটিকয়েক সাইট রয়েছে। আমরা যে সংস্করণটি পরীক্ষা করেছি তাতে কোনও জনপরিষেবা সাইট নেই এবং সেখানে স্বাধীন গণযোগাযোগের মাধ্যম সাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম।

গবেষণা সম্পর্কে একটি সাক্ষাৎকারে ফিলিপিনো গবেষক এবং গ্লোবাল ভয়েসেস দক্ষিণ এশিয়া সম্পাদক মং প্যালাতিনো গার্ডিয়ান পত্রিকাকে বলেন:

বিজ্ঞাপনটি বিনামূল্যে ইন্টারনেট বুঝালেও আপনি বাস্তবে ব্যবহার করে বুঝতে পারেন আসলে এটি পরিপূর্ণ ইন্টারনেট নয়। এটা জনগণকে বিভ্রান্ত করে তাদের (ভুল করে) মনে করায় যে এই সাইট ও পরিষেবাগুলি অপরিহার্য সরঞ্জাম।

এখানে সম্পূর্ণ রিপোর্টটি পড়ুন।

দক্ষিণ সুদানে স্বাধীন সংবাদ সাইটগুলি সেন্সর করা হচ্ছে

২৪ জুলাই তারিখে দক্ষিণ সুদানের বিভিন্ন কর্তৃপক্ষ যা করেছে তাতে চারটি ওয়েবসাইটে প্রবেশাধিকারে আংশিক অবরোধ বলে মনে হচ্ছে। তারা যুক্তি দেখিয়েছে যে সুদান ট্রিবিউন, রেডিও তামাজুজ এবং ন্যামিলেপেডিয়া ও পানলিউয়েল ওয়েল ব্লগ “অন্তর্ঘাতমূলক” বিষয়বস্তু প্রকাশ করেছে। সুদান ট্রিবিউনের প্রধান সম্পাদক মোহাম্মদ নাগি অবরোধটি সম্পর্কে বলেছেন, “আমরা এই সিদ্ধান্তটিকে দক্ষিণ সুদানের সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর একটি নতুন আক্রমণ হিসেবে দেখছি।”

দক্ষিণ সুদানে সাংবাদিকরা দেশে সহিংস সংঘাত ফিরে আসার পর থেকে ক্রমবর্ধমান হুমকির মুখে রয়েছেন। মাত্র গত সপ্তাহেই রাষ্ট্রপতির ভাষণ সরাসরি সম্প্রচার না করার কারণে দক্ষিণ সুদানের জনসম্প্রচার অধিদপ্তরের পরিচালক আদিল ফারিস মেয়াটকে আটক রাখা হয়েছে । তথ্যমন্ত্রী মন্ত্রী বলেছেন, “প্রতিষ্ঠানগুলো ভাল আচরণ” করলেই সাইটগুলোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

কিরগিজস্তানে ইন্টারনেটে ‘চরমপন্থী উপকরণ’ সংরক্ষণ  নিষিদ্ধ

কিরগিজস্তানের একটি আদালত চরমপন্থী বিষয়বস্তু সংরক্ষণ করা হয় দাবি করে একটি ইন্টারনেট আর্কাইভকে অবরুদ্ধ করেছে। আর্কাইভ.অর্গ প্রায় ৩ লক্ষ কোটি ওয়েবপাতা এবং বিনামূল্যে ব্যবহারের জন্যে বই ও সঙ্গীত সংরক্ষণ করে রাখার দাবি করেছে। তবে রাষ্ট্রীয় যোগাযোগ পরিষেবা এটা নির্দিষ্ট করেনি ঠিক কোন ওয়েব পেজগুলোর কারণে এই অবরোধ সংঘটিত হয়েছে।

রাশিয়াতে সেন্সরের উন্মাদনা অব্যাহত

রাশিয়ার সংসদের নিন্মকক্ষ জুলাই মাসের মাঝামাঝি সময়ের এক উন্মাদনায় সেন্সরকারী আইনের একটি ধারাবাহিকের পক্ষে ভোট প্রদান করেছে। এতে ব্যবহারকারীদের বেনামে যোগাযোগের সুযোগ দেয়া বার্তা আদান-প্রদানকারী পরিষেবাগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ, ভিপিএন, প্রক্সি ও বেনামীকরণকে বেআইনী এবং সার্চ ইঞ্জিনগুলিকে অবরুদ্ধ সাইটগুলির লিংক লুকিয়ে রাখতে বাধ্য করা হয়েছে। এখন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কর্তৃক স্বাক্ষরিত হয়ে আইনে পরিণত হওয়ার আগেই এই আইনগুলিকে রাশিয়ার সংসদের উচ্চকক্ষে গৃহীত হতে হবে।  বার্তা আদান-প্রদানকারী অ্যাপ্লিকেশন ভাইবার ইতোমধ্যে রুশ আইনের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি বিধানের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে।

রুশ কর্তৃপক্ষ গণিতের শিক্ষককে মুক্তি দিয়ে গৃহবন্দী করেছে

রুশ ওয়েব ডেভেলপার দিমিত্রি বোগাতভকে সহিংসতা উস্কে দেয়ার তদন্তাধীন তিন মাস আটক থাকার পর গৃহবন্দীত্বের শর্তে মুক্তি দেয়া হয়েছে। জনগণকে রেড স্কোয়ারে গিয়ে দাঙ্গায় উৎসাহিত করার উদ্দেশ্যে তিনি রুশ অনলাইন ফোরামগুলিতে মন্তব্য পোস্ট করেছেন বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে। তবে এক্ষেত্রে তাদের একমাত্র প্রমাণ হল তার আইপি (ইন্টারনেট প্রোটোকল, যে স্বকীয় সংখ্যা কোন ব্যবহারকারীর অনলাইনে অবস্থান চিহ্নিত করে) ঠিকানা। বোগাতভ টর নেটওয়ার্কের বেনামে ওয়েব ব্রাউজ করার এবং অন্য জোন ব্যক্তিকে তার পরিচয় ব্যবহার করার সুযোগ দেয়ার উপযোগী একটি প্রযুক্তিগত প্রস্থান নোড চালান।

আমাজনীয় ডোমেইন নাম বিতর্কে দাবীদার আমাজন.ইনক

সম্প্রতি শীর্ষস্তরের ওয়েব ইন্টারনেট ডোমেইন নামটির মালিকানার জন্যে আমাজন.কম (amazon.com) আবেদন করেছে।

আবেদনকারী আমাজন নদী এলাকা এবং ঘনবর্ষণ বনাঞ্চলের বেশ কিছু লাতিন আমেরিকার দেশ যুক্তি দেখিয়েছে যে এটি আমাজন অঞ্চলটির নামের জন্যেই উপযুক্ত। এর ভিত্তিতে ইন্টারনেট নামকরণ কর্তৃপক্ষ (আইসিএএনএন) আবেদনটি প্রত্যাখ্যান করেছে। এই সপ্তাহে inস্বাধীন পুনঃনিরীক্ষণের প্যানেল রায় দিয়েছে যে আবেদনটি প্রত্যাখ্যান করে আইসিএএনএন “স্পষ্ট, পূর্বনির্ধারিত এবং বস্তুনিষ্ঠ নিয়ম” অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। প্রতিক্রিয়ায় অঞ্চলটির বিশেষজ্ঞ ও অংশীদারদের একটি দল প্রথমে অঞ্চলটির মানুষের কথা না শুনেই অংশীদারী নয় এমন গোষ্ঠীগুলোর এই নাম দাবিকে প্রশ্নবিদ্ধ করে একটি স্বাক্ষরিত বিবৃতি জারি করেছে।

জড়িত উভয় দলের সমালোচনা করে বিবৃতিটিতে বলা হয়েছে:

আমাদের চেহারা, নাম, বিষয়বস্তু, ইতিহাস রয়েছে। আমাদের নামের ব্যবহার আরেকটি গল্প বলা, আরেকটি কোম্পানির ইতিহাস বলার মানে, আমাদেরকে চরিত্র থেকে বিচ্ছিন্ন করা নয় কি? সম্ভবত না। আমরা হারিয়ে যাবো না … তবে আমাদের গুরুত্ব স্বীকার না করেই আমাদের নাম ব্যবহার করা অবশ্যই একটি ভুল। আমাদের নামের ব্যবহার একটি বিশাল ভূখণ্ডের সমৃদ্ধ বৈচিত্র্য যার অনেকটাই অনাবিষ্কৃত এবং যার অনেক সাংস্কৃতিক মণিমুক্তা ইতোমধ্যে আবিষ্কৃত হয়েছে। তাই আমাদের নাম যদি ব্যবহার করতেই হয়, অন্তত: আমাদের কৃতজ্ঞতা স্বীকার করুন, আমাদের সম্মান করুন।

নতুন গবেষণা

 

নেট-নাগরিক প্রতিবেদনের গ্রাহক হোন

 

আফেফ আব্রেগুইএলিরি রবার্ট বিডলমোহাম্মদ এলগোহারীএলিজাবেথ রিভেরা এবং  সারাহ মেয়ার্স ওয়েস্ট এই প্রতিবেদনে অবদান রেখেছেন।

Exit mobile version