পোটোন ভাষা পুনরুজ্জীবিত করতে এল সালভাদরের গুয়াতাইয়াহুয়ার তরুণদের সঙ্গে

Taller Guatajiagua 1

এটা আমাদের আদিবাসী ভাষার ডিজিটাল কর্মপ্রবণতার জন্যে ক্ষুদ্র অনুদান-এর সুবিধাভোগী প্রকল্পটি সম্পর্কে তৃতীয় হালনাগাদ। এই উদ্যোগের অংশ হিসেবে অনুদান গ্রাহকরা তাদের অগ্রগতিকে আলোকপাত করে নিবন্ধ লিখেছেন।

গুয়াতাইয়াহুয়ার লেংকু সম্প্রদায় সমিতির (এসিওএলজিইউএ-এ্যাকল্গুয়া) সদস্যদের তরুণ একটি দল রেকর্ডিং অধিবেশন এবং আদিবাসী যোগাযোগের উপর ভিত্তি করে সাংবাদিকতার একটি প্রাথমিক কোর্সের আয়োজন করেছে।

তরুণদের অংশগ্রহণের আগ্রহের কারণে এবং এ্যাকল্গুয়া পরিচালনা বোর্ডের কয়েকজন সদস্যের দায়িত্বে আস্থা ও পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে একটি গতিশীল ও ক্রিয়াশীল শিক্ষণের অভিজ্ঞতা সূচিত তিনটি অধিবেশন শুরু হয়েছে।

তরুণ-তরুণীদের তৈরি শেখার উপকরণগুলো পোটোন ভাষা পুনরুজ্জীবিত করণের একটি ডিজিটাল পুস্তিকার অংশ হবে।

এসব অধিবেশন চলাকালে এবং শেখার এই অভিজ্ঞতার জন্যে তৈরি পদ্ধতিগত পুস্তিকাগুলো ব্যবহারের সময় দু’টি উদ্দেশ্যে পৌঁছানোর বিভিন্ন রকমের কৌশল প্রণয়ন করা হয়েছিল: এক,  ডিজিটাল যন্ত্রপাতি-সরঞ্জামাদি যেমন কম্পিউটার এবং ভয়েস রেকর্ডার ব্যবস্থাপনা; এবং দুই, ডিজিটাল রেডিও ব্যবহার করে সাক্ষাৎকার গ্রহণ এবং সাংবাদিকতার নোট লেখার বিভিন্ন পর্যায়কে প্রসঙ্গ অনুযায়ী সাজানো।

এছাড়াও আরেকটি উদ্দেশ্য অর্জনের তথা পোটোন ভাষার জন্যে পুস্তিকাটির ডিজিটাইজেশনের সময় পুস্তিকার কোন কোন পাঠ – যেমন, ঘরের উপাদান, সংখ্যা, শরীরের অংশ এবং পোটোন ভাষার অন্যান্য মৌলিক ধারণা সম্পর্কে পাঠ – তরুণ অংশগ্রহণকারীদের কণ্ঠ ব্যবহার করে ডিজিটাইজ করা হবে সেই সিদ্ধান্ত নেয়ার জন্যে একটি পরামর্শ সভা করা হয়েছে।

এই প্রকল্পের সময়ের অন্যতম একটি উদ্ভাবন হলো এই প্রক্রিয়ার ভিত্তি – বিদ্যমান পোটোন পুস্তিকার পুনঃপরিকল্পণা – যা ডন বস্কো বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক পরিকল্পনা বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা তৈরি করেছে। শিক্ষার্থীরা সরাসরি দু’টি সম্প্রদায়কে পরিদর্শন করে ঐ স্থানগুলোর পরিস্থিতি সম্পর্কে শিখেছে; এর ফলে তারা মাতৃভাষায় মনযোগ দিয়ে “সাংস্কৃতিক পরিচয়” শক্তিশালীকরণের গুরুত্ব উপলব্ধি করাতে পেরেছে।

পোটোন এবং পিসবি ভাষার পুস্তিকাগুলো উপস্থাপনের সময় সম্প্রদায়ের বিভিন্ন সদস্যের পাশাপাশি মেয়র, গভর্নর ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিনিধিসহ শিক্ষাসংশ্লিষ্ট সম্প্রদায়ের সদস্যদের মতো তাদের পৌর এলাকার প্রধান প্রধান ভূমিকা পালনকারীদেরকে আমন্ত্রণ জানানো হবে এবং এর সঙ্গে দেশেটির পূর্বাঞ্চলের স্থানীয় ভাষাগুলোকেও তুলে ধরা হবে।

Exit mobile version