২০১৭ সালের কেনীয় ব্লগ পুরস্কারের জন্যে আপনি মনোনীত করতে পারেন

২০১৬ সালের বিএকেই পুরস্কার বিজয়ী কয়েকজন। ছবি অনুমতি নিয়ে ব্যবহৃত।

কেনীয় ব্লগ পুরস্কার এখন এই বছরের অনুষ্ঠানের জন্যে জমা নিচ্ছে। মনোনয়নের জন্যে আহবান ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং ১০ মার্চ পর্যন্ত চলবে। ব্লগার ও ভক্তরা ভিন্ন ভিন্ন কয়েকটি বিভাগে মনোনয়ন জমা দিতে পারবেন।

২০১২ সালে কেনিয়ার ব্লগার সমিতি (বিএকেই) –এর চালু করা বিএকেই পুরস্কার হিসেবে পরিচিত কেনীয় ব্লগ পুরস্কার ব্যতিক্রমী কেনীয় ব্লগারদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান করে। আয়োজকদের মতে প্রতিযোগিতাটি সব কেনীয় এবং কেনিয়াতে কার্যরত কর্পোরেট ব্রান্ডের জন্যে উন্মুক্ত।

বিএকেই একটি সম্প্রদায়গত সংগঠন যা ডিজিটাল প্রশিক্ষণ, কেনিয়ার ব্লগ পুরস্কার এবং নাগরিক-সাংবাদিকতার ওয়েবসাইট কেনিয়া মনিটর–এর মতো কয়েকটি প্রকল্পের নেতৃত্ব দেয়া কেনীয় অনলাইনে বিষয়বস্তু সৃষ্টিকারীদের একটি দলের প্রতিনিধিত্ব করে।

এই বছরে শ্রেষ্ঠ লাইফস্টাইল ব্লগ এবং শ্রেষ্ঠ মানবাধিকার ব্লগের জন্যে দু’টি নতুন পুরস্কারের সংযোজনসহ মোট ২১টি বিভাগে প্রতিযোগিতা হচ্ছে। আয়োজকরা তিনটি বা তার বেশি পুরস্কার বিজয়ীকে এই বছরের অনুষ্ঠানের জন্যে অযোগ্য করে তোলা একটি নিয়ম প্রবর্তন করেছে।

একবার সব জমা গৃহীত হয়ে গেলে অনলাইনে জনসাধারণের ভোট দেয়া ২৭ মার্চ থেকে শুরু করে ৯ মে শেষ হওয়ার আগে ১১ মার্চ এবং ২৪ মার্চের মধ্যে বিচারপর্বটি চলবে।

সবশেষে ১৩ মে তারিখে নাইরোবি র‍্যাডিসন ব্লু হোটেলে একটি প্রকাশ্য অনুষ্ঠানে ২০১৭ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আয়োজকরা বলেছে, গত বছর বিএকেই পুরস্কারে ১৯টি বিভাগে ৪,৮৯৯টি জমা এবং ৫,০০,০০০-এর বেশি ভোট পড়েছিল। আয়োজকরা আরো উল্লেখ করেছে যে নারী ভোটারদের কারণে নারী প্রতিযোগীরা ভাল করেছেন যেমন জামিলা এল-জাবরি (lifeinmombasa.com), ড. ক্লেয়ার কিনুথিয়া (theycallmedaktari.com), মেরিয়্যান ওয়াওয়েরু (mummytales.com), রেচেল মুথোনি (safari254.com), ডায়ানা কালুহি (kaluhiskitchen.com) এবং লুসিয়া মুসাউ (luciamusau.com) – এরা সবাই বিভিন্ন বিভাগে বিজয়ী হয়েছেন।

আপনারা এখানে ২০১৬ সালের বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখতে পারেন।

Exit mobile version