পুরোনো পোস্টকার্ডে উঠে এলো বিশ শতকের শুরুর দিকের ভিয়েতনামের জীবনযাত্রা

Ha Long Bay is now a famous tourism destination and UNESCO World Heritage Site. Photo from The New York Public Library Digital Collections. 1900 - 1909.

হা লং বে। আনুমানিক ১৯০০-১৯০৯ সালের ছবি। বর্তমানে এর পরিচিতি বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে। তাছাড়া এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে।

২০১৬ সালের জানুয়ারির ৬ তারিখের কথা। ওইদিন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ১ লাখ ৮০ হাজারের বেশি ডিজিটাল ছবি উন্মুক্ত করার ঘোষণা দেয়। এরফলে অনলাইন ব্যবহারকারীরা আর্কাইভে ঢুকে দুর্লভ ছবি দেখতে পারবেন, সেগুলো বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি লাইব্রেরির তরফ থেকে আরো একটি ঘোষণাও এসেছে। লাইব্রেরি কর্তৃপক্ষ জনগণকে ডিজিটাল ছবিগুলো দেখে সেগুলো ব্যবহার করে নতুন কনটেন্ট বানানোর আহ্বান জানিয়েছে।

ডিজিটাল আর্কাইভের অংশ হিসেবে এতে এমন কিছু পোস্টকার্ড ছবি রয়েছে, যার মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে উপনিবেশ আমলের জীবনযাত্রা কেমন ছিল, তা উঠে এসেছে। আঠারো শতকের শুরুর দিকে ভিয়েতনাম ফ্রেঞ্চ উপনিবেশের অধীনে ছিল। কিছু পোস্টকার্ডে সেই সময়কার ভূ-প্রকৃতি, প্রান্তিক মানুষের ঐতিহ্য-প্রথা, ব্যবসা-বাণিজ্য এবং জীবনযাত্রার ছবি উঠে এসেছে।

আসুন, একবার দেখে নিই সেই সময়কে।

হ্যানয় থিয়েটার। রু পল বার্ট। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে।

ফাঁদ পেতে বাঘ হত্যা। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে। ১৯০৯ সালের ছবি।

সায়গন রোডে মহিষের গাড়ি। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে। ১৯০৮ সালের ছবি।

হ্যানয়ের ক্যান্টিলিভার ব্রিজ। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে।

সায়গন অপেরা হাউজ। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে। ১৯১০ সালের ছবি।

রূপালি রথ। ভিয়েতনামের একটি ধর্মীয় সমাবেশ। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে।

নম ডিন রাজ্যের নদীতে একটি নৌকাবাড়ি। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে।

সায়গনে ভিয়েতনামের শিশুরা। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে।

সায়গনে ভিয়েতনামের শিশুরা। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে।

তুয়েন কোয়াং প্রদেশের কাঠের গুঁড়ি। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি ডিজিটাল কালেকশন থেকে ছবিটি নেয়া হয়েছে। ১৯০০-১৯০৯ সালের ছবি।

Exit mobile version