যখন এক গর্ভবতী কুকুরকে ভোরোনজেহতে জীবন্ত কবর দেওয়া হয়, তখন এই ঘটনা ঘটে

Screen capture: Moye! Online / YouTube

স্ক্রিনশট গ্রহণ করা হয়েছে ময়েল/ইউটিউব-থেকে

ভোরোনজেহ নামক এলাকার এক এপার্টমেন্ট ভবনের বাসিন্দারা বিশেষত রাতের দুঃস্বপ্নে দেখা যায় এমন এক ফাঁদ থেকে এক কুকুরকে উদ্ধার করেছে। দৃশ্যত এই সপ্তাহের শুরুতে একদল নির্মাণ শ্রমিক এই প্রাণীটিকে মাটি চাপা দেয়, যখন তারা উক্ত এলাকার এক এপার্টমেন্টের প্রবেশ দ্বার নতুন নকশায় নির্মাণ করছিলেন। সেখানকার বাসিন্দারা বলছে মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, থেকে তারা শুনতে শুরু করে যে নতুন করে নির্মিত ইটের মেঝের নীচে কুকুরের ঘেউ ঘেউ করছে।

গত দুদিন ধরে, স্থানীয় কর্তৃপক্ষ সাহায্যের এই আহবানে সাড়া দিতে ব্যর্থ হয়। অবশেষে, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বরে, ২০১৫-এ উক্ত ভবনের বেশ কয়েকজন ভাড়াটিয়া বিষয়টিকে নিজের হাতে নিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, তারা মেঝের ইট সরিয়ে নেয় এবং আটকে পড়া প্রাণীটিকে মাটি খুড়ে বের করে আনে, দেখা যায় উক্ত মেয়ে কুকুরটি গর্ভবতী। কুকুর উদ্ধারের এই ভিডিও দ্রুত অনলাইনে প্রদর্শন করা হয়, যেখানে এই ভিডিওটি ৪৮ ঘন্টার মধ্যে ৭৭,০০০ দর্শকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়।

স্থানীয় এক প্রাণী অধিকার সংরক্ষণ সম্প্রদায় যাদের “জীবনের অধিকার” নামে অভিহিত করা হয়, তারা সাময়িক ভাবে এই কুকুরের দায়িত্ব গ্রহণ করেছে, আর এই কুকুর যাতে এক নতুন একটি ঘর খুঁজে পায় তার জন্য এক তারা জন্য প্রতিষ্ঠানটি এক প্রচারণা শুরু করে। বেদনাদায়ক ভাবে এই কুকুর ( যার নাম “বেলাকা”, আর এই নামের অর্থ হচ্ছে “কাঠবেড়ালি”) সে এই চাপ এবং মাটির নীচে চাপা পড়ার কারণে পানিশূন্যতায় আক্রান্ত হয়ে তার গর্ভের সন্তান সমূহকে হারিয়েছে। সম্প্রতি এক চিকিৎসা কেন্দ্রে তাকে চিকিৎসা প্রদান করা হয়, যেখানে পশু চিকিৎসকেরা তাকে অতিবেগুনি রশ্মি দিয়ে পরীক্ষা করে এবং জীবাণুমুক্ত করে।

Exit mobile version