সিয়েরা লিওনের ইবোলা আক্রান্ত ব্যক্তির রোগ থেকে মুক্ত হয়ে হাসপাতাল ত্যাগে স্বাস্থ্যকর্মীদের নেচে উদযাপন

২৫ আগস্ট ২০১৫-এ জানা মতে দেশটির সর্বশেষ ইবোলা আক্রান্ত রোগি আডাম সানকোহ এই রোগ থেকে মুক্তি পেয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার প্রেক্ষাপটে দেশটিকে ইবোলা মুক্ত রাষ্ট্র হিসেবে ঘোষণা প্রদান করার হয় এবং দেশটিতে ৪২ দিনের এক ক্ষণ গণনার সূচনা হয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ইবোলা নামক মহামারিতে পশ্চিম আফ্রিকার রাষ্ট্রসমূহে এখন পর্যন্ত ৩৯৫২ জন নাগরিক মৃত্যুবরণ করেছে

সিয়েরা লিওনের তৃতীয় বৃহত্তম শহর মাকেনিতে অবস্থিত আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা কেন্দ্র (ইন্টারন্যাশনাল মেডিকেল কোর ট্রিটমেন্ট সেন্টার)–এর কর্মীরা নেচে ও গেয়ে এই মহামারি নির্মূল হওয়ার ঘটনা উদযাপন করে। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা কেন্দ্র-এর পোস্ট করা উপরের ভিডিওটিতে আপনারা এই প্রতিষ্ঠানের কর্মীদের উদযাপনের দৃশ্য দেখতে পাবেন।

Exit mobile version