আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ এর প্রতি লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধাঞ্জলি

বেদক টাউন সেন্টারে শ্রদ্ধাঞ্জলি

বেদক টাউন সেন্টারে শ্রদ্ধাঞ্জলি

সিঙ্গাপুরের দশ লক্ষেরও বেশি মানুষ সে দেশের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ এর প্রতি শ্রদ্ধা জানাতে গত সপ্তাহে ১৮ টি কমিউনিটি সেন্টারে ভিড় জমিয়েছেন। লি কুয়ান ইউ গত ২৩ মার্চ, ২০১৫ তারিখে মৃত্যুবরণ করেন।

যারা সংসদ ভবনে শায়িত লি কুয়ান ইউ এর প্রতি ‘সাম্প্রদায়িক শ্রদ্ধা’ জানাতে এসেছিলেন তাঁদের ছয় ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে।

লি কুয়ান ইউ ছিলেন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা নেতা। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি সিঙ্গাপুর শাসন করেছেন। ১৯৯০ সালে মেয়াদ শেষ করার পর থেকে মন্ত্রিপরিষদে তিনি বিজ্ঞ পরামর্শদাতা হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী তাঁর পুত্র।

১৯৬০ সালের একটি দরিদ্র দ্বীপ শহর থেকে আজকের আধুনিক সমৃদ্ধ বৈশ্বিক শহর হিসেবে সিঙ্গাপুরকে গড়ে তোলার ক্ষেত্রে লি কুয়ান ইউ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মানুষ তাকে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণ করবে।

লি কুয়ান ইউ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একজন প্রভাবশালী নেতা। গত সপ্তাহে ২৭ টি দেশের ১৭০ জন বিদেশী বিশিষ্ট ব্যক্তি পার্লামেন্ট ভবনে লি কুয়ান ইউ এর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

কিন্তু এটা ছিল ‘সম্প্রদায়িক শ্রদ্ধা নিবেদন’, যেখানে সিঙ্গাপুরের সব পেশার জনগণ লি কুয়ান ইউ এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুধু জনপ্রিয়তা নয় বরং দেশের প্রতিষ্ঠাতা পিতা হিসাবে সেখানে তাকে সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। জাতির মহান নেতা হিসাবে লি কুয়ান ইউ এর মৃত্যুর শোক সকল সিঙ্গাপুরবাসীকে তাঁর প্রতি ‘সম্প্রদায়িক শ্রদ্ধা নিবেদন’ এর মাধ্যমে ঐক্যবদ্ধ করেছে।

নীচে কমিউনিটি সেন্টারের কিছু দৃশ্য:

লি কুয়ান ইউ এর প্রতি একটি পরিবারের শ্রদ্ধা নিবেদন

উডল্যান্ডে সম্প্রদায়িক শ্রদ্ধা নিবেদন

সেঞ্জা-কাশেউ কমিউনিটি ক্লাবে সম্প্রদায়িক শ্রদ্ধা নিবেদন

লি কুয়ান ইউ এর প্রতি সম্মান জানিয়ে পিসিএফ বুকিট টিমাহ শাখায় যুবাদের তৈরি একটি শিল্পকর্ম

ইসুমে সম্প্রদায়িক শ্রদ্ধা নিবেদন

লি কুয়ান ইউ এর প্রতি সম্মান জানিয়ে একজন শিক্ষার্থী একটি নোট লিখেছেন। বোটানিক গার্ডেনে সামাজিক শ্রদ্ধা নিবেদন।

টোয়া পাওয়াতে সামাজিক শ্রদ্ধা নিবেদন

টোয়া পাওয়াতে সামাজিক শ্রদ্ধা নিবেদন

তাঞ্জং পাগারে সামাজিক শ্রদ্ধা নিবেদন

সামাজিক শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সিঙ্গাপুরবাসিরা একটি অনলাইন শ্রদ্ধাঞ্জলি পাতায় ও লি কুয়ান ইউ এর প্রতি সম্মান জানিয়ে তাঁদের বার্তা জানাতে পারেন। রোসি সিম তাঁদের একজন, যারা লি কুয়ান ইউ এর প্রতি সম্মান জানিয়েছেনঃ 

আমরা মাঝে মাঝে অবাক হয়ে ভাবি যে সিঙ্গাপুরের প্রতীক কি? এবং আমাদের কি কখনও কোন সিঙ্গাপুরি প্রতীক ছিল? এটা কি মেরিলিয়ন? ভান্ডা মিস জোয়াকিম ফুল? এস্পপ্লানেড থিয়েটার? সিঙ্গাপুর ফ্লেয়ার? নাকি সংসদ ভবন? তবে যাইহোক, আমরা কখনই একটি সার্বজনীন প্রতীকে একমত হতে পারিনি। কিন্তু সিঙ্গাপুরবাসি ও সারা বিশ্বের মানুষ ঠিকই লি কুয়ান ইউ কে সিঙ্গাপুর হিসেবে চিহ্নিত করেছেন। নিঃসন্দেহে আমাদের সবার মাঝে তিনি একজন জীবন্ত কিংবদন্তী এবং একজন সার্বজনীন প্রতীক।    

আজ লি কুয়ান ইউ এর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

“লি কুয়ান ইউ কে স্মরণ” নামক সরকারি ওয়েব পেইজ থেকে সব ছবি সংগ্রহ করা হয়েছে।

Exit mobile version