প্রায় শতবর্ষ পরে, আর্জেন্টিনার যাদুঘর আদিবাসী প্রধানের দেহাবশেষ তার সম্প্রদায়ের কাছে ফিরিয়ে দিয়েছে

Museo de la Plata - Argentina del usuario de Flickr Cristian bajo licencia  (CC BY-NC 2.0)

লা প্লাটা সিটি মিউজিয়াম-আর্জেন্টিনা, ছবি ফ্লিকার ব্যবহারকারী ক্রিষ্টিন-এর (সিসি-বাই-এনসি ২.০)–এর অধীনে ব্যবহার করা হয়ছে।

১২৭ বছর পর আদিবাসী গোত্র প্রধান ইনাকায়াল-এর সম্পূর্ণ দেহাবশেষ তার সম্প্রদায়ের লোকেদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বরে, লা প্লাটার সিটি মিউজিয়াম কাচিকোর মস্তিষ্ক এবং খুলি তেহুয়েলচের প্রতিনিধিদের কাছে ফিরিয়ে দেয়, যিনি ১৮৮৮ সালে মৃত্যুবরণ করেন, একই সাথে তার স্ত্রী এবং ভাতিজির দেহাবশেষ এই সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

১৮৮১ সালে আর্জেন্টিনার রাষ্ট্রপতি হুলিও এ রোকো পাটাগোনিয়ার আদিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে এক লড়াই শুরু করেন, যে অঞ্চলটি দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণে অবস্থিত। প্রতিরোধ গড়ে তোলার পর মোডেস্ট ইনাকায়াল তার পরিবার সহ ধরা পড়েন। সে সময়কার যাদুঘরের পরিচালক পেরিতো ফ্রান্সিস্ক মোরেনো, পাটাগোনিয়া থাকার সময় তার প্রতি কাচিকোর দয়া প্রদর্শনের কৃতজ্ঞতা স্বরূপ এই আদিবাসী প্রধানকে রক্ষা করেন।

এরপর এই আদিবাসী প্রধান ও তার পরিবারকে যাদুঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে ১৮৮৮ সালে এক অজানা কারণে তিনি মৃত্যু বরণ করেন।

ব্লগ মিস্টেরিওস কিউদাদ ডে লা প্লাটা তার মৃত্যু নিয়ে তৈরী হওয়া কয়েকটি তত্ত্ব ব্যাখ্যা করছে:  

Murió el 24 de septiembre de 1888, por razones no del todo claras; sin embargo, se elaboraron las siguientes teorías acerca de su deceso:

২৪ সেপ্টেম্বর ১৮৮৮ সালে তিনি মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর কারণ মোটেও পরিষ্কার নয়, তবে তার মৃত্যু নিয়ে নিচের তত্ত্বগুলোর উদ্ভব ঘটেছে :

কাচিকের দেহাবশেষের বিষয়ে, ব্লগ আরো জানাচ্ছে :

El esqueleto del cacique fue descarnado y se lo preparó para exponerlo en el museo en donde había vivido sus últimos años. Así permaneció a la vista del público durante más de 50 años, hasta la década de 1940.

গোত্র প্রধানের দেহ থেকে মাংস আলাদা করে ফেলা হয় এবং তিনি যেখানে বাস করতেন সেই যাদুঘরে প্রদর্শনের জন্য প্রস্তুত করা হয়। ১৯৪০-এর দশকের পূর্ব পর্যন্ত তা জনগণের সামনে প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

১৯৯৪ সালে তার দেহাবশেষ-এর খানিকটা অংশ ফেরত প্রদান করা হয়। ২০০৬ সালে জাতীয় আইন ২৫.৫১৭ অনুসারে আনুষ্ঠানিক ফেরত প্রদান প্রক্রিয়া শুরু হয় যা আইনের অধীনে আদিবাসী নাগরিকের দেহাবশেষ তা সে যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর হোক না কেন, যদি সেগুলো যাদুঘরের অংশ এবং/অথবা সরকারের অথবা ব্যক্তির অধিকারে থাকে তাহলে অবশ্যই সে সব দেহাবশেষকে আদিবাসী নাগরিক/অথবা সম্প্রদায়ের কাছে হস্তান্তর করতে হবে, যারা এই দাবীর অধিকারী।

ইনাকায়ালের দেহাবশেষ তার নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়ার বিশেষ মূহুর্তটি দেখুন মুভিমিয়েন্টো এস্তুদিয়ান্টিল লিবারেশিওন-এর ধারণ করা নিচের ভিডিও-এর মাধ্যমে:

Exit mobile version