পুয়ের্টোরিকানরা “২০১৪ সালের সেরা রাজনৈতিক ফোক গান” লিখেছে

Cover of the band's new album "Small Town Heroes."

ব্যান্ড দলটির নতুন এ্যালবাম “ছোট শহরের বীরেরা”-এর প্রচ্ছদ।

হুররে ফর দি রিফ রাফ-নামক ব্যান্ড দলের এক সদস্যা আলাইয়নদা লি সেগাররা, যে কিনা পুয়ের্টোরিকান এক গায়িকা এবং গীতিকার, তার লেখা গান “দি বডি ইলেকট্রিক” নামক গানটিকে যুক্তরাষ্ট্রের দি ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) ২০১৪ সালের সেরা রাজনৈতিক ফোক গান হিসেবে ঘোষণা প্রদান করেছে। এটি, নারী, ভিন্ন বর্ণ এবং হিজড়া বা এই ধরনের মানুষের প্রতি সংঘঠিত সহিংসতা এবং নির্যাতনের বিরুদ্ধে এক সুলিখিত এক গান।

দি বডি ইলেকট্রিকের মানে কি তা নিয়ে সেগাররা এনআরপি-এর সাথে কথা বলেছে:

কি ভাবে গান আমাকে শিক্ষা দেয় মূলত আমি এই বিষয়ের সাথে পরিচিত, আমি উপলব্ধি করতে পরি যে নারী এবং বর্ণবাদের মত নির্যাতনের মাঝে সত্যিকারের এক সম্পর্ক রয়েছে। এই মূহূর্তে যুক্তরাষ্ট্রে শরীরকে অস্ত্র বানানোর মত এক ঘটনা ঘটেছে। আমাদের শরীর আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কালো এবং বাদামী বর্ণের শরীরকে উত্তরাধিকার সুত্রে বিপজ্জনক হিসেবে আঁকা হচ্ছে। কালো এক ব্যক্তির দৈহিক আকার এবং তার মানসিক গুণাবলী তাঁকে খুন করার অজুহাত হিসেবে ব্যবহার হয়। কালো ব্যক্তির ক্ষমতা ও যোগ্যতার ক্ষেত্রে এই বিষয়টি চূড়ান্ত ভাবে এক মানসিক বিকার জনিত ভয়। এটা হচ্ছে সেই একই শয়তানী চিন্তা যা নারী নির্যাতনকারীদের নারীর প্রতি হামলা চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করে। ধর্ষণকে স্বাভাবিক করা, ঘরোয়া নির্যাতন এবং এমনকি সকল বর্ণের নারীদের হত্যা করা আমাদের নারীদের দেহ থেকে মানবতাকে নিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা। নারী দেহকে বস্তুগত আকার প্রদান করা এবং তা নিয়ে বিদ্রূপ করা আসলে নারীরা যে ক্ষমতা ধারণ করে তার প্রতি আতঙ্কের এক লক্ষণ।

সারা বিশ্বে নারী নির্যাতন, ধর্ষণ, হিজড়াদের খুন করা এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গ কিশোরের হত্যা আমাকে এই গান লিখতে উদ্ধুদ্ধ করেছে। সেগাররা এর সাথে যোগ করেছে: “আমি আশা করি এই গান ক্ষমতা এবং মানবতার জীবনশক্তিকে সেই সকল মানুষের কাছে ফিরিয়ে দেবে, যারা অনুভব করে তারা নির্যাতন এবং নিপীড়নের শিকার, যদিও তাদের অস্তিত্ব আছে কিনা, যদিও তাদের অস্তিত্ব রয়েছে কি না, যেমনটা আমাদের পুরোনো কাহিনী এবং গানে অথবা প্রতিবাদ মিছিলে আমরা বলে থাকি।

Exit mobile version