বাংলাদেশে ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে পরিচিত হিজড়ারা প্রথমবারের মতো প্রাইড প্যারেড উদযাপন করলেন

Hijra pride 2014 festival began in Bangladesh on Sunday. The photo was taken from the Sahabgh Raju Circle in Dhaka. Image by Anwar Hossain Joy. Copyright Demotix (9/11/2014)

রবিবারে ঢাকায় হিজড়া প্রাইড উত্সব ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। ছবিটি তোলা হয়েছে শাহবাগের রাজু চত্ত্বরে। ছবি তুলেছেন আনোয়ার হোসেন জয়। স্বত্ত্ব: ডেমোটিক্স (৯/১১/২০১৪)

বাংলাদেশের রাজধানী ঢাকায় গেল সপ্তাহে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় হিজড়া প্রাইড। তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত হিজড়া সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ এতে অংশ নেন। আলাদা লিঙ্গ হিসেবে সরকারি স্বীকৃতি পাওয়ার প্রথম বার্ষিকী পালন উপলক্ষ্যে এই প্রাইডের আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশে প্রায় ১০ হাজারের মতো হিজড়া আছেন। তারা নানা ধরনের বৈষম্যের শিকার হন। প্রথমবারের মতো আয়োজিত প্রাইড প্যারেডে হিজড়ারা রাস্তায় নেমে বর্ণিল পোশাক পরে নাচে গানে অংশ নেন। এ সময়ে তারা জাতীয় পতাকা এবং ব্যানার বহন করেন। ব্যানারে “ঘুচলো কলঙ্ক, বৈষম্য ও ভীতি, আমরাও মানুষ পেলাম তৃতীয় লিঙ্গের স্বীকৃতি” লেখা যায়।

হিজড়া প্রাইডের কিছু ছবি রইলো নিচে:

‘হিজড়া প্রাইড’ উপলক্ষ্যে জাতীয় পতাকা নিয়ে ঢাকার রাসতআয় শোভাযাত্রা চলছে। ছবি নিয়েছেন সনি রামানি। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)

জাতীয় প্রেস ক্লাবের পাশে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির'র বর্ণিল শোভাযাত্রা। ছবি তুলেছেন এসকে হাসান আলি। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)

বাংলাদেশে উদযাপিত হলো হিজড়া প্রাইড ২০১৪। ছবি তুলেছেন এসকে হাসান আলি। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)

‌'হিজড়া প্রাইড ২০১৪’ উদযাপনের একটি মুহূর্ত। ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)

প্রাইড প্যারেডের সময় একজন হিজড়া নাচছেন। ছবি তুলেছেন ইন্দ্রজিৎ ঘোষ। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)।

হিজড়া প্রাইড চলাকালে আয়োজন করা হয়েছিল সৌন্দর্য প্রতিযোগিতার। তারই একটি মুহূর্ত। ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)।

প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় ‘হিজড়া প্রাইড ২০১৪'। ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)।

শুধূ হিজড়ারাই নন, সাধারণ মানুষও এই আয়োজনে যোগ দেন। টুইটারের মাধ্যমে সমর্থনের কথা জানান:

বাংলাদেশের মতো মুসলিম দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হিজড়া প্রাইড।

হিজড়া প্রাইড ২০১৪ আয়োজনের একটি অংশ ছিল মেহেদি উৎসবের। ডিজাইনারদের সবাই এসেছিলেন হিজড়া সম্প্রদায় থেকে।

বাংলাদেশের হিজড়া সম্প্রদায়কে অভিনন্দন। এভাবেই হোক সামনের দিকে এগিয়ে যাওয়া।

Exit mobile version