ব্লগ এ্যাকশন ডেঃ আসুন আমরা বৈষম্য নিয়ে কথা বলি

Photo by Flickr user duncan c. CC BY-NC 2.0

ছবি ফ্লিকার ব্যবহারকারী ডানকান সি-এর। সিসি বাই-এনসি ২.০

আজ (১৬ অক্টোবর) ব্লগ এ্যাকশন দিবস-এবং এই বছর কলম, কাগজ আর কিবোর্ড হাতে আমরা বৈষম্য নিয়ে আলোচনার জন্য যোগ দিয়েছি।

২০০৭ সাল থেকে ব্লগ এ্যাকশন দিবস পালন শুরু। এটি হচ্ছে বাৎসরিক এক কার্যক্রম যা সচেতনতা তৈরী এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য হাজার হাজার ব্লগারদের একত্রিত করে, যা বিষয়ের উপর মনোযোগ প্রদান করে এবং সম্মিলিত লক্ষ লক্ষ পাঠকের কাছে পৌঁছায়। এ বছর এই উদ্যোগে ১,৫০০-এর বেশী ব্লগার যোগ দিয়েছে, যারা একশটি ভিন্ন ভিন্ন দেশের ব্লগার।

বৈষম্য নিয়ে একটি বা দুটি কথা বলার আছ কি?

তাহলে #ব্লগএ্যাকশন১৪-এ আপনার নিজের ব্লগ নিবন্ধন করে এতে অংশ নিন। যে কোন দেশ থেকে যে কোন ভাষায় লেখুন। একই সাথে স্মরণ রাখবেন যে ব্লগের সংজ্ঞা অনেক বিস্তৃতঃ ভ্লগ, পডকাস্ট, ছবি, ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া সাইট সবই ব্লগ হিসেবে চিহ্নিত হয়। টুইটারে #ব্লগএ্যাকশন১৪, #ইনকুয়ালিটি এবং #অক্টো১৬-হ্যাশট্যাগে চোখ রাখুন।

গ্লোবাল ভয়েসেস সংকলন

আরো একবার, গ্লোবাল ভয়েসেস এই কার্যক্রমের অফিসিয়াল পার্টনার, আমাদের কয়েকজন অসাধারণ কন্ট্রিবিউটর তাদের ব্যক্তিগত ব্লগের মাধ্যমে আমাদের সাথে যোগ দিয়েছে, নীচে যাদের পোস্টসমূহ প্রদান করা হয়েছে:

 

Exit mobile version