সামরিক বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করার জন্য চীনের সেনার প্রচণ্ড জনপ্রিয় গান লিটিল আপেলের সুরে নাচছে

Screen capture from recruitment video of the China Ministry of Defense. Cute soldiers performing Little Apple square dance.

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও থেকে ধারণ করা স্ক্রিনশট। মিষ্টি চেহারার সেনারা লিটিল আপেল স্কোয়ার-এর গানের তালে নাচছে।

সামরিক বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করার জন্য চীনের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্প্রতি লিটিল অ্যাপেল মিউজিক ভিডিওর ভাবনায় হাত দিয়েছে, কিছু নাগরিকের মতে যাকে চীনের গ্যাংনাম স্টাইল বলা চলে।

২৭ জুলাই তারিখে প্রকাশিত এই ভিডিওর মূল সংস্করণে সামরিক জেট বিমান এবং রকেট-এর দৃশ্য ব্যবহার করা হয়েছে, আর সাথে সেনারাও নাচানাচি করেছে।

ন্যানফাং.কমের, চার্ল লিউ এই গানের কথাগুলোর অনুবাদ করেছে। সম্মিলিত কণ্ঠে গাওয়া এই গানের মানে হচ্ছে অনেকটা এ রকম :

কারণ তা এক স্বপ্ন
এর গুরুত্ব এই, এর চেয়ে মূল্যবান কিছু নেই
কারণ তা এক স্বপ্ন
এটা লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতে পারে
সকল তরুণের নিজের এক স্বপ্ন আছে
প্রত্যেকে স্বপ্নের এক উজ্জ্বল মহিমা আছে

http://youtu.be/Oc9wXhi23V4

লিটিল আপেল হচ্ছে একটি মিউজিক ভিডিও, যা চপ স্টিক ব্রাদার নামক (শিওয়াও ইয়াং এবং ওয়াং তাইলি) দুই ভাইয়ের তৈরী এবং তারা এই ভিডিওতে নেচেছে, যা ওল্ড বয়েজ ; দি ওয়ে অফ ড্রাগন নামের এক চলচ্চিত্রের প্রচারণার জন্য তা তৈরী করা হয়েছে। এই ভিডিওতে ঐতিহ্যবাহী সব প্রেমকাহিনীকে বিদ্রুপ করা হয়েছে, যার মধ্যে রয়েছে হজরত আদম এবং হওয়ার এবং সেই সমস্ত দম্পত্তির কাহিনী রয়েছে যারা কোরিয়া যুদ্ধের সময় বেদনাদায়ক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কিছু কিছু প্রচার মাধ্যম লিটিল আপেল মিউজিক ভিডিওকে কোরিয়ার কে-পপ গ্যাংনাম স্টাইলের চীনা সংস্করণ বলে অভিহিত করছে।

গানের কথা অনুবাদ করলে এর মানে দাঁড়ায়;

তুমি আমার ছোট্ট আপেল
যতই তোমায় ভালবাসি ভরে না যে মন
লাল হাসি আমার হৃদয়কে উষ্ণ করে
আমার জীবনকে জ্বালিয়ে দাও, দাও, দাও।

তুমি আমার ছোট্ট ছোট্ট আপেল
আকাশের সবচেয়ে সুন্দর মেঘের মত
বসন্ত আবার আসবে
পাহাড়ের ঢালে ফুলেরা পরিপূর্ণ রূপে ফুটেছে
আশার বীজ থেকে আসবে ফসল।

এই ভিডিওর ইংরেজি সাব টাইটেল এবং এই সুরে ইংরেজি ভাষায় গাওয়া গানের সংস্করণ ইউটিউবে পাওয়া যাচ্ছে

মে মাসে এই গানটি প্রকাশ হবার পর, এর ভিডিও অনেক ফ্লাশমব এবং ম্যাশ আপ-এ উৎসাহ জুগিয়েছে। এর মধ্যে সম্ভবত সবচেয়ে পরিচিত হচ্ছে সুপার ইম্পোজ বা কারসাজি করে ভিডিওর অভিনেতাদের মাঝে উত্তর কোরিয়ার নেতা কিম জং উম ও তার সাথে ওসামা বিন লাদেন এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাকা ওবামার মুখ বসিয়ে দেওয়া।

সংবাদে জানা গেছে চীনের এক ওয়েব ব্যবহারকারী তৈরী এই ভিডিও উত্তর কোরিয়াকে ক্ষুদ্ধ করেছে। কোরিয়ার সংবাদ পত্র চোশুন ইলবো সংবাদ প্রদান করেছে যে এই ঘটনায় সে দেশের সরকার ক্ষিপ্ত হয়েছিল এবং এই ভিডিও যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছিল। চীন সরকার তা প্রত্যাখান করে এবং এই কাহিনী ও ভিডিও সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে।

মূল যে লিটিল আপেল ভিডিও, তা সিসিটিভির গ্লোবাল চাইনিজ মিউজিক চার্টে বেশ কয়েক সপ্তাহ ধরে এক নাম্বারে অবস্থান করছিল। তবে সকলে এর ভক্ত নয়, এই গানের সাইটের সঙ্গীত বিষয়ক ধারাবাহিক আলোচনায় কয়েকজন সমালোচক এই গানটিকে এক আবর্জনা এবং “ মগজ ধোলাই-এর কৌশল” হিসেবে অভিহিত করেছে

চীনের সামরিক বিভাগের জন্য তৈরী এই সংস্করণের বেলায় স্যোশাল মিডিয়ায় আশা বেশীর ভাগ মন্তব্যে বোঝা যাচ্ছে সামরিক বাহিনীর উদ্দেশ্য হচ্ছে তরুণ নাগরিকদের কাছে আবেদন জানানোর ক্ষেত্রে এক মিষ্টি সেনানির ছবি তৈরী করা। এখনো এটা বলা কঠিন যে এই কৌশল কার্যকরী হবে কিনা, কিন্তু এতে প্রতিফলিত হচ্ছে চীনের রাজনৈতিক প্রচারণায় দেখা যাচ্ছে কর্তৃপক্ষ তরুণ প্রজন্মের সাথে যুক্ত হবার জন্য কতটা মরিয়া।

Exit mobile version