রাশিয়ার সবচেয়ে কুখ্যাত হ্যাকারদের প্রবেশ “নিষিদ্ধ” করলো টুইটার

Twitter screen capture.

টুইটার স্ক্রিনশট 

রাশিয়ার টুইটার ব্যবহারকারীরা আর @বোলটাই ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। এটি হ্যাকার দলের একটি যৌথ একাউন্ট। একাউন্টটির মাধ্যমে গত সাত মাসে ইন্টারনেটে ক্রেমলিনের অভ্যন্তরীণ কিছু দলিল ফাঁস করা হয়েছে। হ্যাকার দলটিকে গত মাসে রুনেট ইকো আবিষ্কার করেছে। তারা রাশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রুশ সরকারের ক্ষমতাধর সদস্যদের বিভিন্ন ইমেইল তথ্য চুরি করে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। তাঁর সাথে সাথে তারা রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন নিউজ চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করতে ক্রেমলিনের দেয়া কিছু আদেশও প্রকাশ করে দিয়েছে। 

টুইটার কেন রাশিয়ানদেরকে @বোলটাই একাউন্টটিতে ঢুকতে দিচ্ছে না, তাঁর কারন ব্যাখ্যা করতে বলা হয়েছে। টুইটারের একজন মুখপাত্র রুনেট ইকো’কে বলেছেন, “বিভিন্ন গোপনীয়তা এবং নিরাপত্তা প্রসঙ্গে কোন ব্যক্তিগত একাউন্ট নিয়ে আমরা কোন মন্তব্য করব না”। তবে অন্য কোন উপায়ে টুইটার রাশিয়ান ব্যবহারকারীদের জন্য @বোলটাই একাউন্টটি সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। স্বচ্ছতা বাড়াতে ইএফএফ এবং কয়েকটি আইন শিক্ষা প্রতিষ্ঠান “চিলিং ইফেক্টস ক্লিয়ারিং হাউস” প্রকল্প শুরু করেছেন। যে দুইটি কোম্পানি লিপিবদ্ধ করা বিভিন্ন পদক্ষেপ প্রকল্পটিকে পোস্ট করার আদেশ দিয়ে থাকে তাদের মাঝে টুইটার অন্যতম।  

“টুইটার ব্যবহারকারীদের নিষিদ্ধ করতে রাশিয়ান অনুরোধ” নামে ২৫ জুলাই তারিখে টুইটার একটি সেবা চালু করেছে। রাশিয়ার কেন্দ্রীয় যোগাযোগ সংস্থা রসকমনাদজর থেকে পাঠানো একটি চিঠি এর সাথে যুক্ত করা হয়েছে। চিঠিতে সেইন্ট পিটার্সবার্গ আদালত থেকে বোলটাইয়ের ব্লগ এবং মাইক্রোব্লগ নিষিদ্ধ করতে দেয়া একটি সিদ্ধান্তের উদ্ধৃতি দেয়া হয়েছে। “ব্যক্তিগত তথ্যাদি” সম্পর্কে একজন নামহীন ব্যক্তির করা মামলার রায়ে আদালত এই সিদ্ধান্ত নেন। যে মামলাটির কারণে বোলটাই একাউন্টটি কালো তালিকা ভুক্ত হয়েছে সেটি সম্পর্কে খুব সামান্যই জানা গেছে। কমারসেন্ট সংবাদপত্রটির দেয়া তথ্য মতে, যে মামলাটির কারণে রাশিয়ার সবচেয়ে কুখ্যাত হ্যাকারদের ইন্টারনেট থেকে নিষিদ্ধ করা হয়েছে, সেটিকে রাশিয়ান আদালত বা রসকমনাদজর কেউই ব্যাখ্যা করেননি।

টুইটারের “দেশকে পেছনে টেনে রাখা প্রচারসূচী” নীতি যখন প্রয়োজনীয় শর্ত হিসেবে উপস্থাপন করে যে “টুইটার যদি কোন ক্ষমতা প্রাপ্ত স্বতন্ত্র সত্ত্বার কাছ থেকে বৈধ এবং যথাযথভাবে ব্যাপ্ত কোন অনুরোধ পেয়ে থাকেন” তবে কোম্পানিটি হয়তোবা “কিছু সময় পর পর কোন সুনির্দিস্ট দেশে কিছু নির্দিস্ট প্রচারসূচীতে প্রবেশ করতে দিতে অস্বীকার” করতে পারে। রাশিয়ার অভ্যন্তরে টুইটার ব্যবহারকারীদের জন্য এখনও @বোলটাইয়ে প্রবেশ করা বেশ সহজ। রাশিয়ানরা নিঃসন্দেহে সারা দিন বিধি নিষেধগুলো বাস্তবায়নের পথে বাঁধা দিতে বিভিন্ন উপায় টুইট করে চলেছেন।

সাবধান! আপনাদের মধ্যে যারা রাশিয়ার অভ্যন্তরে বন্ধ করে দেয়া টুইটার একাউন্টগুলো (উদাহরণ স্বরূপ @বোলটাই) দেখতে চান, তারা কেবল আপনাদের একাউন্ট সেটিঙে যান এবং আপনার কান্ট্রি সেটিং “রাশিয়া” অথবা “সারা বিশ্ব” বদলে যেকোনটি বেছে নিন। 

টুইটার একাউন্ট সেটিঙে মাত্র ৩ বার ক্লিক করে একজন ব্যবহারকারীর দেশ টগলিং করা যাবে। রাশিয়ার গ্রেট ফায়ারওয়ালকে পরাজিত করার জন্য নানা কৌশল শেখা এখনকার জন্য এ পর্যন্তই রইলো। 

Exit mobile version