অপ্রীতিকর বিশ্বকাপ সত্যে ফিফার ব্রাজিল সদরদপ্তর প্রতিবাদে বিস্ফোরিত

Facade of the luxury Hotel Copacabana Palace in Rio de janeiro, June 30, 2014. Photo by Coletivo Projetaçao on Facebook.

গত ২৯ জুন, ২০১৪ তারিখে ব্রাজিলের অভিজাত কোপাকাবানা প্যালেস হোটেলটির বহির্ভাগের চিত্র। ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন Coletivo Projetação। 

রিও ডি জেনেরিও'র বিখ্যাত অভিজাত হোটেল কোপাকাবানা প্যালেস। বর্তমানে এটি ব্রাজিলে ফিফার সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত ২৯ জুন, ২০১৪ তারিখে এটি চলমান বিশ্বকাপের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা অংকন করার একটি ক্যানভাসে পরিণত হয়। ব্রাজিলিয়ানদের উপর এই সর্ববৃহৎ খেলার আসর আয়োজনের ফলাফল সম্পর্কে কিছু বাস্তবতা এবং মূল্যের উপর সক্রিয় কর্মীরা আলোকপাত করেছেন। যেমন, অবকাঠামো নির্মাণের জন্য রাস্তা তৈরি করতে জোরপূর্বক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

কোলেটিভো প্রজেটাকাও হচ্ছে প্রকল্প, প্রক্ষেপণ এবং কাজ এই তিনটি পর্তুগিজ শব্দের একটি সংমিশ্রণ। রাজনৈতিক মত প্রকাশের একটি মাধ্যম হিসাবে পাবলিক জায়গা দখল করার একটি সমষ্টিগত প্রক্রিয়া, যা প্রতিবাদের দায়িত্ব স্বীকার করছে। ব্রাজিল এবং ব্রাজিলের বাইরে অন্যান্য দেশে গত কয়েক মাসে এই যৌথ উদ্যোগটি একই ধরনের বেশ কিছু প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। তাদের ফেসবুক পাতায় ভিজিট করুন এবং আরও ছবি পেতে প্রজেটাকাও ডট ওআরজি ওয়েবসাইটটি দেখুন। 

রিও ডি জেনেরিওতে বিশ্বকাপ সংক্রান্ত উচ্ছেদের একটি সমষ্টিগত অভিক্ষিপ্ত পরিসংখ্যান।  

“ব্রাজিল বিনিয়োগ করছে, মুনাফা করছে ফিফা”। ছবিটি #projetaçodacopa হ্যাশটাগের অধীনে ফেসবুক এবং টুইটারে শেয়ার করা হয়েছে। 

ব্রাজিলের এই পতাকাটিতে লেখা আছে, “ক্রম ও অগ্রগতি”র পরিবর্তে “রুটি এবং সার্কাস”। 

কোপাকাবানা প্যালেস হোটেলটি এখন দক্ষিণ আমেরিকার প্রধান হোটেল হিসেবে বিবেচিত হচ্ছে।  

Exit mobile version