জিভি অভিব্যক্তিঃ ইথিওপিয়ার জোন নাইন ব্লগারদের মুক্তি দিন

নয় জন ব্লগার এবং সাংবাদিক – যাদের মধ্যে চার জন গ্লোবাল ভয়েসেসের সদস্য – বর্তমানে তারা কাজের কারণে ইথিওপিয়ায় আটক রয়েছেন। এই জোন নাইন ব্লগার কারা ? সমর্থকরা তাদের মুক্তির জন্য কি পদক্ষেপ নিতে পারে ? জিভি অভিব্যক্তির এই সংস্করণে, আমরা এই গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে ইথিত্তপিয় ব্লগার এবং জোন নাইন এর সদস্য ইন্ডাল্ক, পেন আমেরিকা ফ্রিডম টু রাইট এর ফেলো ডেজি অলুকোটুন এবং আডভোকেসি সম্পাদক এলেরি বিডেল এর সঙ্গে কথা বলেছি।

এই সম্পর্কিত আরও পোস্টঃ

ইথিওপিয়াঃ জোন নাইন ব্লগারদের তদন্তের জন্য আরো সময় চাইল পুলিশ, ১৪ মে, ২০১৪

ইথিত্তপিয় সরকারের জন্য ব্লগিং কেন হুমকি, ১০ মে, ২০১৪  

আফ্রিকান কমিশন, জাতিসংঘের বিশেষজ্ঞের কাছে জোন নাইন ব্লগারদের ব্যাপারে সমর্থন চাওয়া হয়েছে, ৩ মে, ২০১৪

বিবৃতিঃ ইথিওপিয়ার নয় জন সাংবাদিকের মুক্তির দাবি গ্লোবাল ভয়েসেসের, ২ মে, ২০১৪ 

নেটিজেন রিপোর্টঃ ইথিওপিয়ায় মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, ৩০ এপ্রিল, ২০১৪

ইথিওপিয়ায় কালেকটিভ ব্লগিং এর ছয় জন সদস্য গ্রেপ্তার, ২৫ এপ্রিল,২০১৪  

Exit mobile version