জিভি অভিব্যক্তিঃ দক্ষিণ কোরিয়ার ফেরি ট্রাজেডি এবং দোষারোপের সংস্কৃতি

ইউটিসি থেকে সরাসরি সম্প্রচারিত দুপুর ২:৩০ টার গুগল প্লাসের এই ভিডিও হ্যাঙ্গআউটে যোগ দিন।

একটি ফেরি দুর্ঘটনার ব্যাপারে প্রতিবেদন করার সময় দক্ষিণ কোরিয়ানদের সম্পর্কে একগুঁয়ে ছক বা বাঁধাধরা নিয়মের অনেক কিছুই প্রচলিত হয়েছে। এই দুর্ঘটনায় প্রায় ২০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়। তাদের অধিকাংশই ছিল কিশোর এবং তাঁরা স্কুল থেকে ভ্রমণে যাচ্ছিল। তারা কি অপসরণের ক্ষেত্রে খুব “আজ্ঞাবহ” ছিল ? আজকের #জিভিঅভিব্যক্তি তে আমরা আন্তর্জাতিক প্রচার মাধ্যমের ক্ষেত্রে কোরিয়ার প্রতিক্রিয়ার বিষয়ে গ্লোবাল ভয়েসেসের কোরিয়ান সম্পাদক ইউ ঊন লির সাথে কথা বলেছি। দেশে এই বিয়োগান্তক ঘটনাকে কিভাবে দেখা হচ্ছে এবং প্রকৃত অর্থে কাকে এর জন্য দোষারোপ করা হচ্ছে, আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজেছি।

এছাড়াও পড়ুনঃ ফেরি দুর্ঘটনার জন্য দক্ষিণ কোরিয়ানরা দায়ী করছে সরকারকেই।  

Exit mobile version