দক্ষিণ কোরিয়া: বিমানের বাদাম ভরাডুবি নিয়ে তৈরি খেলা

কোরিয়ান এয়ারলাইন্সের উপপ্রধান স্থানীয় এবং আন্তর্জাতিক,  বিব্বহিন্ন মাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন তার   সাম্প্রতিক এক ফ্লাইটে তার অহংকারী আচরণের জন্য। তিনি একজন বিমানকর্মীর বিরুদ্ধে মাকাদামিয়া বাদাম ভুলভাবে পরিবেশনের অভিযোগে যথেচ্ছভাবে বকাঝকা করেন এবং সেই কর্মীকে বিমান থেকে সরিয়ে নেবার জন্য আদেশ দেন। এই কাজটি করার জন্য তিনি বিমানকে পুনরায় গেটে যেতে বলেন। প্রত্যাশিতভাবেই, এই ঘটনাটি সামাজিক মাধ্যমে জনপ্রিয় বিষয়ে পরিণত হয়েছে।

ইন্টারনেটের অসংখ্য কৌতুকের মাঝে, প্যারোডি ছবি এবং এমনকি একটি জাপানিজ ব্যবহারকারীদের তৈরি ব্যঙ্গচিত্র রয়েছে, কিন্তু যা সব কিছুর চেয়ে এগিয়ে তা হচ্ছে বাদাম ভরাডুবি নিয়ে তৈরি বিদ্রূপকারী একটি খেলা।
এক কোরীয় ওয়েব ডেভেলপার, তাই-হোয়ান-হাহ (@duecorda) ‘বিমান কর্মীবৃন্দের পুঁজিপতি’ নামে একটি a সহজ খেলা বানিয়েছে। আপনি যেভাবেই খেলুন না কেন, সবসময় একই ফলাফল পাবেন যেখানে বিমানকর্মীদের সাথে চিৎকার করা হয় এবং শোনা যায়,”তুমি! বিমান থেকে বের হয়ে যাও।” যা কিনা কোরিয়ান এয়ারলাইন্সের সহ-সভাপতি বিমানকর্মীকে উদ্দেশ্য করে বলেছেন বলে অভিযোগ রয়েছে।

ছবি 'বিমান কর্মীবৃন্দের পুঁজিপতি', ছবিটি টুইট করেছেন খেলাটির প্রস্তুতকারকেরা

ছবি ‘বিমান কর্মীবৃন্দের পুঁজিপতি’, ছবিটি টুইট করেছেন খেলাটির প্রস্তুতকারকেরা

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .