এপ্রিল ফুল দিবস উপলক্ষ্যে জাতীয় টেলিভিশনের ‘মিথ্যাচার’ নিয়ে উপহাস করল ইথিওপিয়ানরা

টুইটারে নিয়মিতভাবে মিথ্যা খবরের শিরোনামের ক্ষুদ্র স্রোত প্রবাহিত করে ইথিওপিয়ানরা এপ্রিল ফুল দিবস পালন করেছে। ইথিওপিয়ান রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের (ইটিভি) “মিথ্যাচার” নকল করে এই মিথ্যা খবরের শিরোনামগুলো তৈরি করা হয়েছে। এটি হচ্ছে আফ্রিকান এই দেশটির একমাত্র জাতীয় টেলিভিশন চ্যানেল। ইন্টারনেটবাসীরা #ইটিভিডে হ্যাশট্যাগটি ব্যবহার করে ইটিভিকে “বছরের ৩৬৫ দিন মিথ্যা বলার” দায়ে অভিযুক্ত করেছে।

আর এই সবকিছুই শুরু করা হয়েছে নিচের ছবিটি দিয়েঃ

ইটিভি এই দিনটিকে জাতিসংঘ আন্তর্জাতিক দিবসের তালিকাভুক্ত করেছে। 

আমহারিকে জোমানেক্স খেয়াল করেছেনঃ 

প্রথাতে পরিনত করনঃ বিদেশীদের জন্য এপ্রিল ফুল। “আমাদের” জন্য ইটিভি।  

সোলি ২০১৫ সালে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী সাধারণ নির্বাচন নিয়ে ঠাট্টা করে বলেছেনঃ 

আগামী ২০১৫ সালের জাতীয় নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ এবং গণতান্ত্রিক হয়েছে। 

২০০৫ সালের বিতর্কিত ইথিওপিয়ান নির্বাচন শেষ পর্যন্ত রাস্তায় প্রতিবাদ কর্মসূচীতে রূপ নেয়। সে প্রতিবাদে ১৯৩ জন লোক মারা যায় এবং ৩০ হাজারেরও বেশি লোক নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে কারাবরণ করেছে। ২০১০ সালের সাধারণ নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন ইথিওপিয়ান সরকারের বিপ্লবী গণতান্ত্রিক ফ্রন্ট শেষ পর্যন্ত বিপুল ভোটে জয়ী হয়। সেই বার তারা সংসদের শতকরা ৯৯.৬ ভাগ আসন পেয়ে যায়। বিরোধীদল নির্বাচনের এই ফলাফল প্রত্যাখ্যান করে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক দল বলেছে, নির্বাচনটি আন্তর্জাতিক মানের হয়নি।

২০০০ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সহস্রাব্দ সম্মেলনে পূর্ব নির্ধারিত সময়ের মাঝে পূরণীয় একগুচ্ছ উন্নয়ন লক্ষ্যমাত্রা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। স্পষ্টভাবে, ইথিওপিয়া তাঁর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে একটি লক্ষ্য অর্জন করতে পারবেঃ 

খবরের বিভিন্ন উৎস থেকে প্রকাশ করা হয়েছে যে ইথিওপিয়া সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য মাত্রা পূরণের সময়সীমার আগেই পরিষ্কার পানি সরবরাহ করতে সক্ষম হবে। 

গুলেলে উপশহর অধিবাসীরা গত ২০ বছর ধরে নিরাপদ খাবার পানি পাচ্ছে না। অধিবাসীরা বলেছে, তারা এই লক্ষ্যমাত্রা পূরণের কারণে কোনভাবে প্রভাবিত হবে না। কারন তাদেরকে ইতোমধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে কীভাবে পানি ছাড়া জীবনধারণ করা যায়। 

ক্রিমিয়া গণভোটে ইউক্রেনের একটি অঞ্চল রাশিয়ার সাথে সংযুক্ত হতে সিংহভাগ ভোট দিয়েছেঃ  

আদামার [মধ্য ইথিওপিয়ার একটি শহর] কয়েকজন অধিবাসী বলেছে যে রাশিয়ার সাথে ক্রিমিয়ার সংযুক্তি ইথিওপিয়ার উন্নতি এবং রুপান্তর পরিকল্পনা কোনভাবে প্রভাবিত হবে না। 

মাহলেট খবরগুলোকে দুইটি ভাগে ভাগ করেছেনঃ 

খবর এবং ইটিভি খবর। 

বেফেকাদু আরও বলেছেনঃ 

পৃথিবীতে দুই ধরনের মানুষ আছেঃ এক ধরনের মানুষ, যারা প্রতিদিন ইটিভি দেখে এবং অন্য ধরনের মানুষ যাদেরকে সৃষ্টিকর্তা ইটিভি দেখার থেকে রক্ষা করেছেন।  

“সূর্যকিরণের ১৩ মাস” শিরোনামে ইথিওপিয়ান পর্যটন কমিশনের সাবেক আদর্শবাক্যটি ব্যবহার করে সালেহ বলেছেনঃ  

সূর্যকিরনের ১৩ মাস এবং সরকারের ১৩ মাস উভয়ই রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলটিতে মিথ্যাচার করেছে। #ইটিভিডে = এপ্রিল ফুল @বিবিসিআফ্রিকা @এজেস্ট্রিম 

ইটিভি এক বছরে কতো দিনের মালিক ?:

এ সকল অভিযোগের প্রেক্ষিতে সক্রিয় কর্মীরা আজ দিনটিকে #ইটিভিডে ঘোষনা করেছে। ইটিভি ঘোষনা দিয়েছে আজ বছরের একটি মাত্র দিন যা ইটিভির নিজের নয়। #এপ্রিল১ 

ওরমো নেটওয়ার্ক ইচ্ছা পোষণ করেছেনঃ 

আমি আজ ইটিভি সাংবাদিকদের গণ পদত্যাগ আশা করছি। 

#ইটিভিডে এর বাকি টুইটগুলো এখানে উপভোগ করুন।

Exit mobile version