তাজিকিস্তানে নাক গলাতে এসো না রুশ-ভাষার সংবাদপত্রগুলো

একজন রুশ উপজাতি সাংবাদিক এবং তাঁর লেখা প্রকাশকারী একটি পত্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আদালত একটি রুল জারি করে। এরপর পরেই তাজিকিস্তানের কয়েকজন নেটিজেন বিশ্বাস করা শুরু করেন যে রুশ-ভাষার সংবাদপত্রের উপর কর্তৃপক্ষ শৃঙ্খলামূলক শাস্তির ব্যবস্থা করছে।

রাষ্ট্র কর্তৃক নিয়োগ দেয়া বুদ্ধিজীবীদেরকে “অবমাননা” করার অভিযোগে এশিয়া-প্লাসের সম্পাদক এবং কলাম লেখক অলগা টুটুবালিনাকে একজন তাজিক বিচারক গত ২৫ ফেব্রুয়ারি তারিখে অভিযুক্ত করেছেন। বিচারক তাদের মানহানির জরিমানা স্বরূপ তাকে ৬ হাজার মার্কিন ডলার পরিশোধের আদেশ দিয়েছেন। এই সাংবাদিক বুদ্ধিজীবিদের “অপমান” করেছেন। তাঁর সাথে সাথে তিনি দেশটির বিজ্ঞান একাডেমি এবং চারটি সৃজনশীল ইউনিয়নকেও অপমান করেছেন। রাষ্ট্রকে সেবা প্রদানের কাজে বুদ্ধিজীবী সম্প্রদায়ের সমালোচনা করেছেন এবং ভ্লাদিমির লেনিনকে “শালা” বলে বাধ্যগত বুদ্ধিজীবী হিসেবে আখ্যায়িত করেছেন। তাজিকিস্তানে সবচেয়ে জনপ্রিয় রুশ-ভাষার সাপ্তাহিক পত্রিকা এশিয়া-প্লাসকে সেই বিচারক এই “অবমাননাকর” কলাম প্রকাশের জন্য ক্ষমা চাইতে হবে বলে রুলও জারি করেছেন।

“বাচাই সাকো” ছদ্মনাম ব্যবহার করে [রুশ]একজন সাংবাদিক লিখেছেনঃ 

আমার মাঝে এই বোধটি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে যে টুটুবালিনার উপর রুল জারি করার বিষয়টি যেন তাজিকিস্তানে রুশ সংবাদ পত্রের বিরুদ্ধে একটি প্রচারণা শুরু করা। 

সকল সাংবাদিকদের উঠে দাঁড়ানোর এবং [অলগা] টুটুবালিনা ও রুশ-ভাষার সংবাদ পত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়!  

তাজিকিস্তানের রাশিয়ান ব্লগ ঘটনাপঞ্জীতে ভিন্ন মত পোষণ করে [রুশ] বলা হয়েছে যে, রুলটি হচ্ছে “স্বাধীন রুশ-ভাষার সংবাদ পত্রের বিরুদ্ধে প্রচারণার একটি অংশ”। আগের একটি পোস্টে ব্লগটিতে দাবি [রুশ] করা হয়েছে যে, কর্তৃপক্ষ তাজিকিস্তানের “রুশায়ন বন্ধ করার” একটি “অপরিহার্য” প্রক্রিয়াকে আরও গতিশীল করার চেষ্টা করছে। কর্তৃপক্ষ রাশিয়ার পক্ষের বক্তাদের মনোরঞ্জনের জন্য বিদ্যমান প্রচার মাধ্যম ধ্বংস করার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু করেছে। ব্লগারটি সকল “রুশ ভাষাভাষী নাগরিকদের এবং রাশিয়ান-ভাষার প্রচার মাধ্যমের বিভিন্ন প্রতিনিধিদের” স্বাধীন প্রেসের সমর্থনে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়ে এই পোস্টটি শেষ করেছে। তাজিকিস্তান সরকারের “সবচেয়ে অতি উৎসাহী জাতীয়তাবাদীদের” পরস্পরের মুখোমুখি করার মাধ্যমে স্বাধীন সংবাদপত্রের সমর্থনে কাজ করার আহ্বান জানানো হয়েছে। 

“রুশ ভাষার সংবাদ মাধ্যমগুলো দূরে থাকো! চুপচাপ “পিজা” খাও ! [শেষ বাক্যটি তাজিক কর্তৃপক্ষের তাজিক ভাষাকে “খাঁটি” করার এবং রুশ ভাষার প্রভাব থেকে মুক্ত করার একটি অতি সাম্প্রতিক প্রচেষ্টাকে নির্দেশ করছেচ]. ছবিটি পোস্ট করেছে রুশিয়ান ক্রনিকলস অব তাজিকিস্তান। অনুমতিক্রমে ব্যবহৃত। 

তথাপি নেটিজেনদের কেউ কেউ মনে করে না যে রুশ-ভাষার সংবাদ পত্র এখন হুমকির মুখে। এমনকি অনেকেই বিশ্বাস করেন যে খোদ রাশিয়ার প্রচার মাধ্যমগুলোই একে অপরের জন্য হুমকি স্বরূপঃ 

@বাচাইসাকোঃ শান্ত হোন। [তাজিকিস্তানে] কেউ রাশিয়ান বা রাশিয়ান প্রচার মাধ্যমের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছে না। কমপক্ষে রুশ ভাষায় প্রকাশিত পত্রিকা তো এখানে প্রকাশের অনুমতি দেওয়া হয়। এই সত্যটুকুই শুধু উপভোগ করুন।  

@বাচাইসাকোঃ আমি যদি পারতাম তবে, রাষ্ট্র ভাষা [তাজিক] ছাড়া অন্যান্য যেকোন ভাষার পত্রিকা প্রকাশনা নিষিদ্ধ করে দিতাম। তখন আপনি যদি পত্রিকা পড়তে চাইতেন, তবে আপনাকে অবশ্যই তাজিক শিখতে হতো। এটা আমি আপনাদের ভালোর জন্যই করতাম। 

@বাচাইসাকোঃ তাদের সবগুলো পত্রিকাকে বন্ধ করে দেয়া উচিৎ। [তাজিকিস্তানে] রুশ-ভাষার প্রচার মাধ্যমগুলোর অস্তিত্ব একটি ভয়াবহ হুমকি। 

@বাচাইসাকোঃ আমরা যদি আজ রুশ-ভাষার পত্রিকাগুলোকে বন্ধ করতে না পারি, তাহলে আমরা কখনোই তাজিক ভাষাকে প্রধান ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো না। 

Exit mobile version