ছবি: ৫ হাজারের বেশি শিশু পানামা খালের ছবি এঁকে গিনেজ বুকে নাম লেখালো

Foto tomada por Shoonit Khoshen. Usada con permiso.

ছবি তুলেছেন শনিত খোশেন। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

একসাথে ৫ হাজার ৮৪ জন শিশু পানামা খালের ম্যুরাল ছবি এঁকেছে। আর এতেই গিনেজ বুকে নাম উঠেছে পানামা খালের। গত ১৮ জানুয়ারি ২০১৪ ছিল পানামা খালের একশ বছর পূর্তি। এদিন আয়োজন করা হয় ‘চলো একশ বছরের খালের ছবি আঁকি’ অনুষ্ঠানের। তখন এই রেকর্ড সৃষ্টির ঘটনা ঘটে।

পানামা খাল আরো প্রশস্ত করা হবে কী না তা নিয়ে বেশ চলছে। আর এই বিতর্কের মাঝেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। খাল কর্তৃপক্ষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে শত বছর পূর্তির আয়োজন উপভোগ করেন। নানা পেশার, বয়সের মানুষেরা মতামত, ছবি শেয়ার করেছেন।

টুইটার ব্যবহারকারী ‘পন্টে এন আলগো’ অনুষ্ঠানের এই ছবিটি শেয়ার করেছেন।

আজকে অলগা সিনক্লেয়ারের সাথে পানামার শিশুরা ক্যানভাসে ছবি এঁকে একশ’ বছরের বারতা বিশ্ববাসীর কাছে আনলো।

খালের প্রশাসক জর্জ কুইজানো ৫০৮৪ জন শিশুর ম্যুরাল আঁকার একটি ছবি পোস্ট করেছেন:

কী চমত্কার! পানামার ভবিষ্যত খাল শতবর্ষের রঙে।

সিএনএনের সাংবাদিক ইসমায়েল কালা অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে খালের প্রশাসক এবং চিত্রশিল্পী অলগা সিনক্লেয়ারকে দেখা যাচ্ছে। মূলত এই দু'জনই ছিলেন উদ্যোগের পিছনে।

চিয়ার্স পানামা! আমি খুব খুশি গিনেজ রেকর্ড নিয়ে। ৫০৮৪ জন শিশু আঁকলো শতবর্ষের ইতিকথা।

পানামার ন্যাশনাল ইনস্টিটিউট অব কালচার গিনেজ রেকর্ড সার্টিফিকেটের ছবি শেয়ার করেছেন:

অভিনন্দন পানামা। শিশুদের সাথে নিয়ে এটাকে বাস্তবে রূপ দেয়ার জন্য অলগা সিনক্লেয়ার ফাউন্ডেশন এবং অলগা সিনক্লেযারকে ধন্যবাদ জানাই।

লিনেথ রড্রিগুয়েজের তিন ছেলেমেয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছিল। তিনি তাদের ছবি টুইটারে পোস্ট করেছেন:

এই আয়োজনের উদ্দেশ্য ছিল গিনেজ রেকর্ড, খালের শতবর্ষ পালন অনুষ্ঠানের উদ্বোধন এবং পানামাবাসীদের এই বার্তা দেয়া যে, তারা খালের যাবতীয় আয়োজনের অংশ।

ছবি তুলেছেন শনিত খোশেন। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

Exit mobile version