১৮৯৭ সালের বার্মার দশটি প্রাচীন ছবি

ফ্লিকার একাউন্টের মাধ্যমে ব্রিটিশ লাইব্রেরী তাদের সংগ্রহে থাকা ঐতিহাসিক ছবি, মানচিত্র এবং বিশ্বের অনেক দেশের অন্যান্য চিত্রাঙ্কন জনসম্মুখে প্রকাশ করেছে। ১৮৯৭ সালে প্রকাশিত বার্মা’র (মিয়ানমার) প্রাচীন ভ্রমণের ছবি সম্বলিত দুটি বইও আমরা সেখানে পেয়েছি। বিংশ শতাব্দীর শেষের দিকে বার্মিজ সমাজের জীবনযাত্রা সম্পর্কে সেগুলো কিছু মজার তথ্যের আভাস দিয়েছে।

জর্জ বার্ড রচিত ‘বার্মায় দীর্ঘ পর্যটন’ বই থেকে নির্বাচিত পাঁচটি ছবি নীচে দেওয়া হল:

আলগুয়াদা বাতিঘর 

সাগাইং পাহাড় 

ইরাবতি নদীতে একটি স্টিমার 

কার্গো স্টিমার 

রেঙ্গুনে একটি প্যাগোডা 

এছাড়াও ১৯৮৭ সালে এলিস হার্ট ‘চিত্রানুগ বার্মা’ বইটি প্রকাশ করেন। এই সংগ্রহ থেকে কিছু ছবি:

একটি বন্য হাতিকে বশে আনার প্রক্রিয়া 

জাল দিয়ে মাছ ধরা 

বাঁশের বাড়ি 

Exit mobile version