আমি দক্ষিণ সুদানের উপজাতি এবং আমি শান্তির পথ বেছে নিয়েছি

১৬ ডিসেম্বর, ২০১৩ তারিখ থেকে সংকটের পরপরেই পৃথিবীর নবীনতম জাতি দক্ষিণ সুদানকে এটি গ্রাস করেছে। দক্ষিণ সুদানের নাগরিকেরা এবং তাদের বন্ধুবান্ধবেরা দেশটিতে শান্তি এবং ঐক্যের ডাক দিতে #আমারজাতিদক্ষিণসুদান  এবং #আমিশান্তিপছন্দকরি নামে দু’টি হ্যাশট্যাগ তৈরি করেছে। 

একটি গণভোটের পর ৯ জুলাই, ২০১১ তারিখে দক্ষিণ সুদান স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। সুদানের কাছ থেকে সম্ভাব্য স্বাধীনতার অনুমোদনের জন্য এই গণভোটের আয়োজন করা হয়।  

স্বাধীনতা উতসবে একজন সুদানিজ কন্যা। ছবিঃ জনাথন মরগেনস্টেইন/ ইউএসএআইডি অন ফ্লিকার। 

শান্তি এবং জাতীয় ঐক্যের সমর্থনে লেখা কিছু টুইটার বার্তা নিচে উল্লেখ করা হলঃ 

আমি কোন রাজনীতিবিদ নই। আমি সামরিক বাহিনীর কোন সদস্য নই। আমি সরকারের জন্য কাজ করি না। এটা শুধুমাত্র এই কারণে যে আমি আমার মাতৃভূমি #দক্ষিণসুদানের জন্য শান্তি চাই। 

প্রার্থনা করি এই পাগলামির সমাপ্ত ঘটুক…বিভক্তিকরণের অবসান ঘটুক… আফ্রিকা দক্ষিণ সুদানের নাগরিকদের সাথে আছে। #এমটিআইএসএস #আমারজাতিদক্ষিণসুদান 

@জেলালেমকিব্রেত @টামজেডকাফির #আমারজাতিদক্ষিণসুদান এর মানে এই নয় যে, আমরা কোন চেহারা বিহীন বা উপজাতিবিহীন। এর অর্থ এই যে, আমরা সবাই দক্ষিণ সুদানের নাগরিক। 

অহংবোধ, নিজেকে বড় বা শক্তিশালী বলে ভাবা এবং রাজনীতির চেয়ে আমার দেশ, দেশের জনগণ, এবং তাদের নিরাপত্তা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। 

#আমারজাতিদক্ষিণসুদান এটি একমাত্র বার্তা হওয়া উচিৎ। অন্য কারো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনার ভাইয়ের সাথে যুদ্ধ করা বন্ধ করুন।                                              

দক্ষিণ সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট রিএক মাচার সরকার নিপাতের অভিযোগে অভিযুক্ত। ছবিঃ ভয়েস অব আমেরিকা।  

আমি আবার দৌড়ানো শুরু করার পক্ষপাতি নই। আর কোন যুদ্ধকে না বলছি। 

আমাদের সবসময়ই মনে রাখতে হবে যে সরকার আমাদের জন্যই কাজ করে। অন্য কারো জন্য নয়! শান্তির জন্য যুদ্ধ করুন। 

অবশেষে একে অন্যকে আঘাত করার বছর কতগুলো বছর। আমাদেরকে এমনটি আর কতদিন চালিয়ে যেতে হবে ?

যুদ্ধ আমার সুদানকে বিভক্ত করেছে। এখন আর আমরা দক্ষিণ সুদানে যুদ্ধ চাই না। আমি #আমারজাতিদক্ষিণসুদান #আমিশান্তিপছন্দকরি কে সমর্থন জানাই। 

প্রায় ৬৪ টি উপজাতি #দক্ষিণসুদানকে তাদের দেশ মনে করে। #আমারজাতিদক্ষিণসুদান এবং #আমিশান্তিপছন্দকরি #জুবা #দক্ষিণসুদান     

War is what divided my Sudan, We don't want it in its South now. I support #MyTribeIsSouthSudan#ichoosePeace

Exit mobile version