আলোকচিত্রঃ নিউ ইয়র্ক, প্যারিস ও লন্ডনে দক্ষিণ কোরিয়ার নির্বাচন কারচুপির প্রতিবাদ

বিদেশে বসবাসরত দক্ষিণ কোরিয়ানরা সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে দক্ষিণ কোরিয়ার সরকারী সংস্থা দ্বারা জনমত কারচুপির নিন্দা জানিয়ে নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন ও বার্লিনে সপ্তাহব্যাপি মোমবাতি প্রজ্বলন রাত্রির আয়োজন করেছেন। আগামী সপ্তাহে সারা বিশ্বের বিভিন্ন প্রধান শহরগুলোতে আরো বিক্ষোভের পরিকল্পনা নেওয়া হয়েছে। আপডেটে তথ্যের জন্য @বৈদেশিকমোমবাতি অনুসরণ করুন।

২০ ডিসেম্বর রাতে নিউইয়র্ক সিটিতে দক্ষিণ কোরিয়ানদের প্রতিবাদ:

প্যারিস, বার্লিনে (এই সপ্তাহের শুরুর দিকে) প্রবাসী সন্ধ্যাকাল সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর, আমরা ম্যানহাটানে চলে যাই। প্রায় ১০০ মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন। দয়া করে আমাদের সমর্থন করুন!

নিউইয়র্ক সিটিতে প্রবাসী সন্ধ্যাকাল জাগরণের দৃশ্য। একটি স্পর্শকাতর মুহূর্ত!

২০ ডিসেম্বর তারিখে ফ্রান্সের প্যারিসে সন্ধ্যাকালীন একটি মোমবাতি মিছিল:

প্যারিসে প্রবাসী মোমবাতি প্রজ্বলন মিছিলের একটি ছবি।

এখানে আমি প্যারিসের মোমবাতি মিছিলের একটা ছবি আপলোড করছি। শেয়ার করার সময় দয়া করে এটি ‘নাগরিকদের প্যারিস মোমবাতি মিছিল’ হিসেবে উল্লেখ করুন।

২১ ডিসেম্বর তারিখে লন্ডনের একটি প্রতিবাদ:

‘আমরা আমাদের গণতন্ত্র ফিরে চাই’ স্লোগানের অধীনে অনুষ্ঠিত লন্ডন বিক্ষোভের একটি ছবি। মানুষের রেইনকোট ও ছাতা এখানে লন্ডনের আবহাওয়া বুঝিয়ে দিচ্ছে। 

আমরা যারা ​​[দক্ষিণ কোরিয়ায় ঘটনায়] ‘ভালো নেই’, তাঁরা এই বৃষ্টি ও ঝড়ো দিনে জড়ো হয়েছি। কি আমাদের ‘খারাপ’ রেখেছে ? এর উত্তর আছে ছবিতে। 

Exit mobile version