জিভি অভিব্যক্তিঃ মার্কিন অভিবাসন সংস্কারের স্বপ্ন

"Time Is Now" Immigration Reform Rally

“এখনই সময়” গত ১০ এপ্রিল, ২০১৩ তারিখে ওয়াশিংটন ডিসিতে অভিবাসন সংস্কার র‍্যালি। ছবিঃ ডেভিড সাঁচ/সেইউ

অভিবাসন সংস্কার শুধু কি একটি স্বপ্ন?

পরিবারের অথবা একটি সুযোগের জন্য বা ভালো জীবন লাভের আশায় লক্ষ লক্ষ লোক মার্কিন মুলুকে দেশান্তরী হয়েছেন। আজ মার্কিন যুক্তরাষ্ট্রে আনুমানিক ৪ কোটি অভিবাসী আছে, যার মধ্যে প্রায় এক কোটির অধিক অভিবাসী সেখানে কোন আইনি বৈধতা ছাড়াই বসবাস এবং কাজ করছেন। নির্বাসনের ভয়ে অনেক অভিবাসী প্রকাশ্যে জীবন যাপন করতে পারেন না। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত মৌলিক অধিকার লঙ্ঘনে তাদের অরক্ষিত করে তুলেছে।

এই সপ্তাহের জিভি অভিব্যক্তিতে অভিবাসন সংস্কার আন্দোলনের কর্মী ও বিশেষজ্ঞদের সাথে আমরা কথা বলেছি এবং প্রস্তাবিত সংস্কার পদ্ধতি লক্ষ লক্ষ অভিবাসীদের প্রতিদিনের জীবনের জন্য কি ধরণের অর্থ বহন করছে তা নিয়েও আলোচনা করেছি।

সক্রিয় কর্মী মারিসল রামস অফলাইন এবং অনলাইনে বিভিন্ন যুব অভিবাসী আন্দোলনের ব্যাপারে আমাদের সাথে কথা বলেছেন।

ন্যায়বিচার ছাড়া সংস্কার বইয়ের লেখক আলফন্সো গঞ্জালেজ এবং নর্থ আমেরিকান কংগ্রেস অব ল্যাটিন আমেরিকার (নাক্লা) সম্পাদকীয় কমিটির সদস্য প্রশ্ন করেছেন, গেস্ট ওয়ার্কার প্রোগ্রাম অভিবাসনের অচলাবস্থা সমাধান করতে পারে কিনা?

গ্লোবাল ভয়েসেসের লেখক রবার্ট ভ্যালেন্সিয়া বিভিন্ন সময়ের সংস্কার নিয়ে তাঁর নাগালের মধ্যে বিষয়গুলোর ব্যাপারে আলোচনা করেছেন।

গ্লোবাল ভয়েসেসের ম্যানেজিং ডিরেক্টর সোলানা লারসেন আলোচনায় নেতৃস্থানীয় ভূমিকা রেখেছেন।

এই পটভূমির জন্য আমাদের বিশেষ কাভারেজ পাতা অভিবাসী যাতায়াত (নাকলা’র সাথে অংশীদারিত্বে) পড়ুন।

Exit mobile version