ছবিঃ ফিলিপাইন্সের রাজধানীতে সর্বোচ্চ বন্যার রেকর্ড

ক্রান্তীয় ঝড় মারিং (আন্তর্জাতিক নাম ট্রামি)- এর কারনে ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলাসহ সংলগ্ন প্রদেশগুলোতে সর্বোচ্চ বন্যার রেকর্ড হয়েছে। এ বন্যার কারনে ৮ জন হত, ৪১ জন আহত এবং ৪ জন নিখোঁজ হয়েছে।

সরকারী প্রতিবেদন অনুযায়ী এ ঝড়ে ১২৫,৩৪৮ টি পরিবার (৬০২,৪৪২ জন) ক্ষতিগ্রস্ত হয়েছে। আগস্টের ২০ তারিখ বিকেল পর্যন্ত ১৯৮ টি আশ্রয়কেন্দ্রে ৪০,৮৩৭ জন আশ্রয় নিয়েছেন। বন্যার কারনে ৬৫ টি টি প্রধান সড়ক চলাচল অযোগ্য হয়ে পড়েছে। ৬৮ টি টি পৌরসভা/ শহরের প্রায় ৪১৫ টি অঞ্চলে বন্যা রেকর্ড করা হয়েছে। ঝড়ের কারনে সর্বমোট ১৬২ টি টি ফ্লাইট (৫৯ টি আন্তর্জাতিক ও ১০৩ টি অভ্যন্তরীণ)- এর উড়ান বাতিল করা হয়েছে।

ম্যানিলা ও তার আশেপাশের অঞ্চলের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য ফিলিপিনোরা #মারিংপিএইচ এবং #ফ্লাডপিএইচ নামের হ্যাসট্যাগ ব্যবহার করছেন। টুইটার ও ফেসবুকের কিছু ছবিতে বন্যার দুর্যোগের চিত্র ফুটে উঠেছে।

ছবি- ওয়ার্ল্ড ভিশন- এর সৌজন্যে

ম্যানিলার দক্ষিনে একটি বন্যাক্রান্ত গ্রাম, ছবি @এরউইনলুইস-এর সৌজন্যে

ম্যানিলার পূবে মারিকিনার বন্যা। ছবি- প্রসপেরো দে ভেরা-এর ফেসবুক পাতার সৌজন্যে

ছবি- জিএমএ নিউজের ফেসবুক পাতায় ইউস্কুপার জেফারসন লিভে-এর সৌজন্যে

ম্যানিলার একটি বন্যা প্লাবিত বিশ্ববিদ্যালয়। ছবি- তোমাসিনো ওয়েব – এর ফেসবুক পাতায় সালিনা তেও-এর সৌজন্যে!

ম্যানিলায় হাটু পরিমান বন্যা, ছবি- জ্যাম সিসান্তে-এর সৌজন্যে

দেশের প্রধান বানিজ্যিক জেলায় বন্যা। ছবি- @সিসাও৮৮-এর সৌজন্যে

ম্যানিলা সিটি হল এর কাছে বন্যা। ছবি- ম্যানিলা বুলেটিন-এর সৌজন্যে

ম্যানিলার উত্তরে গুয়াগুয়াতে বন্যা। ছবি- দি কলেজ মিরর-এর ফেসবুক পাতার সৌজন্যে

ম্যানিলার পুরাতন বাণিজ্যিক অঞ্চলে বন্যা, ছবি- ফিলিপিন স্টার-এর সৌজন্যে

দেশের কেন্দ্রীয় বানিজ্যিক জেলা মাকাতিতে বন্যা। ছবি- রায়ান চুয়ার সৌজন্যে

Exit mobile version