ভুটানের প্রথম নারী মন্ত্রী

ভুটানের বৌদ্ধ সংস্কৃতিতে নারী-পুরুষ সবাই সমান। যদিও রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলোতে নারীদের তেমন একটা দেখা যায় না। ব্লগার নাওয়াং পি. ফুন্টোসো তাই দেশটির প্রথম নারী মন্ত্রী নির্বাচিত হওয়ার বিষয়টি বেশ উপভোগ করেছেন। উল্লেখ্য, ত্রাসিগং থেকে নির্বাচিত সংসদ সদস্য আরুম দর্জি চোডেন সম্প্রতি শ্রম ও মানবসম্পদ বিভাগের মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।

Exit mobile version