ছবি: বিশ্বের জন্য প্যারাগুয়ে যেন একটি জানালা

ফটোগ্রাফার তেতসু এস্পোসিতো এবং এলটন নুনেজ তাদের ফটো ব্লগ ​​ইউলাক্স [স্প্যানিশ ভাষায়], এর মাধ্যমে প্যারাগুয়ের বিভিন্ন জায়গা এবং মানুষের গল্প বলেছেনঃ

তারা [স্প্যানিশ ভাষায়] এই ব্লগটি ​​এবং এর নামকরণের পিছনের আইডিয়া ব্যাখ্যা করেছেন:

En nuestro pequeño pero bello Paraguay vivimos rodeados de imágenes impactantes y dignas de capturar, hermosos lugares por descubrir nos esperan en todo su territorio. Hacerlo conocer a traves de las historias que podamos llegar a contar con nuestras imágenes es la idea central en el nacimiento de“Yluux” vocablo de origen étnico “aché” que engloba el significado de la naturaleza.

ছোট কিন্তু সুন্দর প্যারাগুয়েতে আমরা সেসব কিছু দৃশ্যের মাঝে বাস করছি যেগুলো অত্যাশ্চর্য এবং ছবি তুলে ধরে রাখার যোগ্য। এর সীমানার মধ্যে প্রচুর সুন্দর জায়গা রয়েছে যেগুলোর সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। ইউলাক্স” তৈরির পেছনের কেন্দ্রীয় ধারণা মূলত এটাই ছিল যে, এই গল্পের মাধ্যমে সেগুলো সবার কাছে পরিচিত করা আর আমরা ছবির মাধ্যমে তা বলব। ইউলাক্স একটি জাতিগত “বেদনাদায়ক” শব্দ যার মানে হচ্ছে প্রকৃতি

টিম ইউলাক্সঃ ফটোগ্রাফার তেসতু এস্পোসিটো এবং এলটন নুনেজ [ ছবিঃ জাভিয়ার ভাল্ডেজ] 

ইউলাক্স ছবির মাধ্যমে প্রকৃতি [স্প্যানিশ], ধর্মীয় ঐতিহ্য [স্প্যানিশ], বলিস্ঠ ঘটনা [স্প্যানিশ], সঙ্গীত [স্প্যানিশ], পর্যটন [স্প্যানিশ], এবং আরও [স্প্যানিশ] বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে।

প্যারাগুয়ের জাতীয় পতাকা। ছবিঃ তেতসু এসপোসিতো 

ইউলাক্সের ছবিগুলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে প্রকাশিত হয়। যতদিন [স্প্যানিশ ভাষায়] কাজগুলো লেখককে দায়ী করে ইউলাক্সে লিঙ্ক করা থাকে, ততদিন অবাণিজ্যিক উদ্দেশ্যে যে কেউ সেগুলো শেয়ার করতে পারবেন।

ফ্রান্সিস এর বোন প্যারাগুয়ের ক্যাথেড্রালে অনুষ্ঠিত ভিয়া ক্রুচিসে যোগ দিয়েছেন। ছবিঃ এলটন নুনেজ 

অসুঞ্চিয়ায়ান্সের ৪৭৫ তম বার্ষিকী উদযাপনে সিজার কাতালদো ৪০০-হারপ কনসার্টে দিক নির্দেশনা দিচ্ছেন। ছবিঃ তেসতু এস্পোসিতো 

সাম্প্রতিক একটা পোস্টে [স্প্যানিশ ভাষায়], এস্পোসিতো এবং নুনেজ প্যারাগুয়ের প্রাত্যহিক জীবনের ৩৭ টি ছবি শেয়ার করেছেন:

Día a día somos bombardeados por millones de imágenes del ambiente que nos rodea, muchas de éstas fotografías narran escenas de vida cotidiana en distintos lugares de Paraguay, su gente, sus tradiciones, su cultura, sus paisajes, lugares olvidados.

প্রতিদিন আমরা আমাদের চারপাশের পরিবেশের লক্ষ লক্ষ চিত্র দ্বারা চমৎকৃত হয়। ফোটোগ্রাফদের অনেকেই প্যারাগুয়ের বিভিন্ন অংশের দৈনন্দিন জীবনের দৃশ্য, এর মানুষ, ঐতিহ্য, সংস্কৃতি, ভূমিরূপ, ভুলে যাওয়া জায়গার বর্ণনা করেন।

চার বন্ধু প্যারাগুয়ের সিরো আকাতির উপর থেকে প্রকৃতির নির্মল দৃশ্য উপভোগ করছে। ছবিঃ এলটন নুনেজ

প্যারাগুয়ের ভোলেন্দামে কাজ করতে যাওয়ার জন্য একটি লোক সাইকেল চালাচ্ছে। ছবিঃ তেসতু এসপোসিতো 

২০১৩ এর এপ্রিলে ইউলাক্স এর ৩ বছর পূর্তি হচ্ছে। ফটোগ্রাফাররা একটি পোস্টে [স্প্যানিশ ভাষায়] তাদের সর্বশেষ বার্ষিকীর স্মরণে লিখেছেন:

Sin habérnoslo propuesto, Yluux se convirtió con estas 54 entregas en una ventana de Paraguay para el mundo, y gracias a nuestro blog muchos paraguayos y extranjeros pueden vivenciar y conocer todo lo bello que tiene el país para mostrar y ofrecer. En el 2011 año del Bicentenario, muchos compatriotas residentes en el exterior pudieron vivir las celebraciones a través de nuestras imágenes.

এখানকার ৫৪ টি পোস্টের মাধ্যমে বিশ্বের জন্য প্যারাগুয়ে যেন একটি জানালায় পরিণত হয়েছে। ধন্যবাদ আমাদের ব্লগে থাকা সব প্যারাগুয়ান এবং বিদেশীদের, যারা এ দেশের সমস্ত সুন্দর জিনিসগুলো এর মাধ্যমে দেখতে পেরেছেন। ২০১১ সালটি ছিল প্যারাগুয়ের স্বাধীনতার দ্বিশততমবর্ষীয় বছর [২০০ বছর]। বিদেশে বসবাসরত অনেক প্যারাগুয়ানরাই আমাদের পোস্ট করা ছবির মাধ্যমে সেই উৎসব পালনে অংশীদার হতে পেরেছেন।

২০১১ সালের দ্বিশততম বার্ষিকীর অনুষ্ঠান। ছবিঃ এলটন নুনেজ

“তোরিন” নামের ষাঁড়ের যুদ্ধ, যেখানে ষাঁড় নিহত হয় না। প্যারাগুয়ের সান পেড্রো বিভাগ। ছবিঃ এলটন নুনেজ 

২০১০ সালে আল্টিমহরা ডট কম আয়োজিত এক প্রতিযোগিতায় ইউলাক্স শীর্ষ ১০ প্যারাগুয়ান ব্লগগুলির একটি হয়েছিল। একই প্রতিযোগিতায় ২০১১ সালে ইউলাক্স [স্প্যানিশ ভাষায়] সেরা প্যারাগুয়ান ব্লগ ​​হিসেবে নির্বাচিত হয়। নিচের পোস্টটি তা ব্যাখ্যা করছেঃ

En el 2010 salimos entre los mejores 10 blogs del año y el 2011 nos recibió como el mejor blog del año, motivo de grande orgullo. Felices por haber llegado hasta aquí después de todas las aventuras que nos han llevado a recorrer Paraguay, nos ponemos seguir trayéndoles imágenes e historias. .

Ahora nos encontramos abocados en las estapas finales de nuestro libro, que esperamos pueda lanzarse muy pronto.

২০১০ সালে আমরা বছরের সেরা ১০ ব্লগের ​​মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি এবং ২০১১ সালে আমরা বছরের সেরা ব্লগ ​​নির্বাচিত হয়েছি, যেটি আমাদের গর্বিত করেছে। এই পর্যন্ত প্যারাগুয়ে ব্যাপী নেওয়া আমাদের নেওয়া সমস্ত এডভেঞ্চার ট্যুরিজম শুভ হয়েছে। আপনার জন্য আমাদের ছবি এবং গল্প আনয়ণ অব্যাহত থাকবে।

আমরা এখন আমাদের বইয়ের চূড়ান্ত পর্যায়ে নিবেদিত হয়েছি, যা খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে আমরা আশা করছি।

সান ইগ্নাকিওতে একটি মিছিলে একটি মেয়ে। ছবিঃ তেসতু এসপোসিতো 

প্যারাগুয়ের সান মিগুলে অভেকা রাগু উৎসব। ছবিঃ এলটন নুনেজ

এস্পোসিতো এবং নুনেজ দ্বারা গত তিন বছরে প্রকাশিত গ্যালারীর যে কোনো ছবিতে ক্লিক করলে আপনি তাদের সর্বশেষ পোস্ট [স্প্যানিশ ভাষায়] দেখতে পাবেন।

Exit mobile version