পাকিস্তান: প্রিয় গ্রাহক, দু:খিত, সার্ভিস বন্ধ

Screen shot 2013-04-30 at 6.14.27 AM

পাকিস্তানে ইন্টারনেট নিয়ে কাজ করে এমন একটি অ্যাডভোকেসি সংস্থা বোলোভি একটি টাইমলাইন প্রকাশ করেছে। সেখানে তারা দেখিয়েছে, ২০১২ সালের এপ্রিল মাস থেকে দেশটিতে ১২ বার মোবাইল সেবা বন্ধ করা হয়েছে।

এই টাইমলাইনে প্রতিবার মোবাইল সেবা বন্ধ করার “প্রশাসনিক” কারণ তুলে ধরা হয়েছে। ‍”আইন-শৃঙ্খলা” ঠিক রাখার অজুহাতে ২০১২ সালে স্বাধীনতা দিবসে এবং ঈদের মতো গুরুত্বপূর্ণ ছুটির দিনেও মোবাইল সেবা বন্ধ রাখা হয়েছে। মোবাইল সেবা বন্ধ রাখার টাইমলাইন সংরক্ষণ করে বলোভি বলেছে “জাতীয় নিরাপত্তার নামে মোবাইল সেবা বন্ধ রাখা ঠিক হবে না”। টাইমলাইনের তথ্য অনুযায়ী, ঈদের সময়ে কয়েকটি শহরে মোবাইল সেবা বন্ধ করায় ট্যাক্সের ক্ষেত্রে সরকারের ৩০০ মিলিয়ন রুপি (৩ মিলিয়ন মার্কিন ডলার) ক্ষতি হয়েছে।

Exit mobile version