গ্লোবাল ভয়েসেসে বিশেষ পডকাস্ট সংখ্যাঃ হাবেমাস পডকাস্ট

স্বাগত বিশ্ব, -গ্লোবাল ভয়েসেস-এর বিশেষ পডকাস্ট সংখ্যায় আপনাদের স্বাগতম।

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৩ তারিখে ভ্যাটিকানের কার্ডিনালরা একত্রিত হয়েছিলেন রোমান ক্যাথলিক চার্চের একজন প্রধান নির্বাচনের জন্য, মূলত ২৮ ফেব্রুয়ারি তারিখে পোপ ষোড়শ বেনডিক্টের পদত্যাগের কারণে নতুন পোপ নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। বুধবার সন্ধ্যায় কার্ডিনাল প্রোটোডেকান কেন্দ্রীয় বারান্দা, যা কিনা সেন্ট পিটার ব্যাসিলিকা নামে পরিচিত সেখানে উপস্থিত হয়ে “হাবেমাস পাপাম” শব্দটি উচ্চারণ করেন ( যার মানে আমরা একজন পোপকে পেয়েছি) এবং পোপ ফ্রান্সিসকে উপস্থাপন করেন। .

এবারের পোপ নির্বাচনের এক পর্যায়ে আফ্রিকার দুই কার্ডিনালকে পোপ ষোড়শ বেনডিক্টের উত্তরসুরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। আফ্রিকার একজন সম্ভাব্য পোপ নির্বাচনের বিষয়ে আমরা আফ্রিকার টিমের স্টিভ শারার এবং আবদুল্লায়ে বাহ –এর সাথে কথা বলেছিলাম, বিশেষ করে মহাদেশ যখন আশা করেছিল যে এখান থেকে পরবর্তী পোপ নির্বাচিত হবে।

গ্লোবাল ভয়েসেস-এর একজন কার্ডিনাল রয়েছে। “আমাদের একজন পোপ” আছে নামক চলচ্চিত্রের সেটে ডিরেক্টর নান্নি মোরেত্তির সাথে লেখক আবদুল্লায়ে বাহ।

পডকাস্টে প্রদান করা পাবলিক ডোমেইনের জর্জিয়ান গানের গুঞ্জন কি আপনার পছন্দ হয়েছে? পার্টনার ইন রাইম থেকে আপনারটা বেছে নিন।

এই কার্যক্রমটি তৈরিতে সাহায্য করায় লউরা মরিসকে ধন্যবাদ!

https://archive.org/download/PopePodcast/pope_podcast.mp3?_=1
Exit mobile version