বিশ্ব জুড়ে নারী অধিকার আন্দোলন “ওয়ান বিলিয়ন রাইজিং” –নামক প্রতিবাদের এর ভিডিও

Foto vom Flashmob auf dem Waisenhausplatz in Bern, Schweiz

সুইজারল্যান্ডের বেরেন-এর ওয়াইজেনহাস্প্লাটজ নামক এলাকায় ফ্লাশমব বা হঠাৎ করে জড়ো হওয়া জনতার ছবি

পৃথিবীতে প্রতি তিনজন নারীর অন্তত একজন আজীবন ঘরোয়া নির্যাতনের শিকার হয়ে থাকে। ১৪ ফেব্রুয়ারি ২০১৩ –এ সারা বিশ্বের হাজার হাজার নাগরিক প্রতিবাদের জন্য হঠাৎ করে জড়ো হয়ে নাচ এবং অন্যান্য শৈল্পিক কর্মকাণ্ডের মাধ্যমে দৈনন্দিন ঘরোয়া নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ওয়ান বিলিয়ন রাইজিং নামক আন্দোলনের-এর আদর্শে এই সমস্ত নাগরিকরা বিশ্বের ১০০ কোটি নারীর পক্ষে তাদের এই প্রতিবাদ প্রদর্শন করে, জাতিসংঘ অনুসারে যারা তাদের জীবনে অন্তত একবার মারধর কিংবা ধর্ষণের শিকার হয়ে থাকে।

এই দিনে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের মত রাষ্ট্রের নারীরাও রাস্তায় নেমে পড়ে।

সুইজারল্যান্ডের জুরিখের ইটিএইচ এর পলিট্রাসএ-তে হঠাৎ করে জড়ো হওয়া একদল নাগরিকের ছবি

বিশ্বজুড়ে সংঘঠিত এই আন্দোলনে ২০০টি দেশ এবং ১৩,০০০টি সংগঠন অংশ গ্রহণ করে। নীচে ১৪ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত এই আন্দোলনের কিছু ভিডিও উপস্থাপন করা হল।

সুইটজারল্যান্ডের বেরেন হঠাৎ করে জড়ো হওয়া জনতা:

“ইউনাইটেড সোসাইটি ফর বালকানস” নামক সংগঠনটি বিশ্বের বিভিন্ন নারী ও পুরুষেরর ভিডিও ধারণ করেছে। তারা জানাচ্ছে কেন” ওয়ান বিলিয়ন রাইজিং” আন্দোলনে তারা ১৪ ফেব্রুয়ারি তারিখে রাস্তায় নেমে এসেছিল:

ভারতের মুম্বাই থেকে এনডিটিভির সংবাদ:

ভারতের কলকাতার নিষিদ্ধ (রেড লাইট) এলাকার একটি এনজিও “নিউ লাইট” এই অন্দোলনের জন্য নাচের অনুশীলন এবং তা প্রদর্শন করছে:

সুদানের খার্তুমের একটি ভিডিও :

http://www.youtube.com/watch?v=ZXeIskGwLy4

ব্রাজিলের শহর সাও পাওলোর একটি স্টপ মোশন চলচ্চিত্র:

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে হঠাৎ জড়ো হওয়া একদল জনতা:

Exit mobile version