ভিডিও: সুইমিং পুল নাই, গরমকে হার মানানোর সৃজনশীল সমাধান

উত্তর গোলার্ধের উষ্ণ গ্রীষ্মের উচ্চতাপমাত্রা এড়ানো অথবা এ থেকে রক্ষার পাবার জন্য অনেক মানুষকে উপায় খুঁজতে অনুপ্রাণিত করছে। নীচের ছবি ও ভিডিওতে কিশোর ও বৃদ্ধরা সৃজনশীল পদ্ধতিতে গরমকে কিভাবে হার মানাচ্ছে, তা দেখাচ্ছে।

কলাম্বিয়ার মেডেলিয়নের শিশুরা একটি ছোট জলাধারে পানি সংরক্ষণ করে শীতল হচ্ছে। এই ছোট জলাধারটি পার্কের কাঠামোর অংশ যা মেট্রো সিস্টেম কর্তৃক নির্মিত, মেট্রো কেবল কার উত্তোলন কেন্দ্র সংলগ্ন। জুলাই, ২০১২ দিয়াগো আজয়াটে কলাম্বিয়ায় ছুটি কাটানোর সময় এই ছবি তুলেন; এবং তার অনুমতি নিয়ে প্রকাশ করা হয়।

কলাম্বিয়ার মেডেলিয়নে শিশুরা ছোট জলাধারে সাতার কাটছে, ছবি দিয়াগো, অনুমতি নিয়ে প্রকাশিত

হংকং এ, স্কুলের শিশুরা শীতল হওয়ার জন্য হংকং পার্কে ঝর্ণার নীচে খেলা করছে।

কলাম্বিয়ার ক্যালির পার্শ্বে অবস্থিত সিলোতে, এই শিশুরা উন্মুক্ত মঞ্চকে সুইমিংপুল হিসাবে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

কিন্তু, গরম থেকে বাচার ক্ষুদ্র সংস্করণও রয়েছে, ডোমিনিকান রিপাবলিকে রাস্তার পার্শ্বে ওয়াশিং টাব একজনের জন্য যথেষ্ট।

এই বৃহৎ ষ্টাইরোফোম কনটেইনারটিকে দেখে মনে হচ্ছে অতীতে একটি ব্যবহৃত হয়েছে; নতুন জীবনে ব্রাজিলে দুজন কিশোরীর সুইমিং পুল হিসাবে ব্যবহৃত হচ্ছে ।

এয়ার কন্ডিশনার ছাড়া আপনি বাসা অথবা অফিসে আবদ্ধ থাকাবস্থায় কি করবেন? বরফের স্তূপের পিছনে ফ্যান রাখার এই পুরাতন পদ্ধতি কার্যকরী হতে পারে

আপনি কিভাবে গরমকে মোকাবেলা করেন?

Exit mobile version