চীন: জাল মুদ্রা অনুদান নিয়ে অনলাইন বিতর্ক শুরু

৮ই ডিসেম্বর তারিখে দক্ষিণ চীনের গুয়াংঝোতে বিদেশী বাণিজ্যদূতাবাসগুলো প্রতিবন্ধী শিশুদের জন্যে তহবিল সংগ্রহে বড়দিনের দাতব্য একটি মেলা অনুষ্ঠিত করে। অনুষ্ঠানটিতে ৩,৩০,০০০ রেনমিনবি (প্রায় ৪৩ লক্ষ বাংলাদেশী টাকা) সংগৃহীত হয়, তবে বেলজিয়ান দূতাবাসে ৫,০০০ রেনমিনবি (প্রায় ৬৫ হাজার বাংলাদেশী টাকা) জাল মুদ্রা পাওয়া গিয়েছে। সংবাদটি অনলাইনে একটি উত্তপ্ত আলোচনার জন্ম দিয়েছে। চা-পাতার জাতি  বিস্তারিত সংবাদটি কাভার করেছে।

Exit mobile version