জাম্বিয়ান ফোন অ্যাপ্লিকেশন দেশের সব খবর একত্রিত করছে

জাম্বিয়ার সংবিধান লেখার প্রক্রিয়া চলছে এবং তাতে এই বছর চালু হওয়া এ্যান্ড্রয়েড ফোন অ্যাপ্লিকেশন জাম্বিয়ানদের অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। জাম্বিয়া নিউজ ডেইলীদ্যা জাম্বিয়ান নামে আরো কয়েক জোড়া অ্যাপ্লিকেশন বাজারে এসেছে যেগুলো বেশ কিছু সংখ্যক অনলাইন সূত্র থেকে দেশের খবর সংগ্রহ করছে।

গুগল প্লে ওয়েবসাইটে জাম্বিয়া নিউজ ডেইলীর সারাংশঃ 

জাম্বিয়ান সংবাদের প্রিয় পাঠকরা! আমরা জানি দেশের সাম্প্রতিক খবরাখবর সম্বন্ধে সচেতন থাকা কতোটা জরুরী। এবং আমরা চাই আপনিই হবেন প্রথম ব্যাক্তি যিনি এই খবরগুলো জানবেন। আর এই কারনে শুধুমাত্র আপনার জন্যই আমাদের টিম এই যন্ত্রটি উদ্ভাবন করেছে।

কিন্তু এটাই সব নয়। আপনি যদি একজন পর্যটক হয়ে থাকেন যিনি জাম্বিয়া দেশটি সম্পর্কে আরো কিছু জানতে চান, অথবা যদি একজন স্থানীয় লোক হয়ে থাকেন যিনি দেশটির বিভিন্ন ছবি দেখতে চান তাহলে আপনি শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে জাম্বিয়ার বিভিন্ন ছবি দেখতে পারবেন।

জাম্বিয়া নিউজ ডেইলীর একটি স্ক্রিনশট স্মার্টফোনে দেখা যাচ্ছে। গ্লোবাল ভয়েসেসের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া গল্পগুলো থেকে একটি ফোনে দেখানো হয়েছে।

যেখানে প্রয়োজনীয় সবধরণের তথ্য এই অ্যাপ্লিকেশন থেকেই পাবেন সেখানে কেন আপনি অনেকগুলো উৎস থেকে তথ্য সংগ্রহ করতে যাবেন? এই অ্যাপটি কোন কারনে যদি আপনার ভালো না লাগে তাহলে এটি সহজেই আনইন্সটল করতে পারবেন।

অন্যদিকে আপনি যদি অ্যাপ্লিকেশনটি পছন্দ করেন – তবে শুধুমাত্র উপভোগ করুন ও এটির সাথে সুন্দর সময় কাটান!

এই অ্যাপটি তৈরি করেছে রেঞ্জরেপস। কোম্পানিটি নাইজেরিয়া, ঘানা ও অন্যান্য বেশ কিছু দেশের জন্যও একই ধরণের অ্যাপ তৈরি করেছে।

দ্যা জাম্বিয়ান গুগল প্লেতে নিম্নলিখিত কথায় নিজেই বর্ণনা করেছেঃ

জাম্বিয়া থেকে সর্বশেষ খবরটি সংগ্রহ করে দ্যা জাম্বিয়ান। আপনি এখন সারাক্ষণই জাম্বিয়ান খবরের সাথে সংযুক্ত থাকতে পারবেন আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটিকে জাম্বিয়াতে […] আপনার প্রয়োজনীয় একমাত্র মোবাইল অ্যাপ্লিকেশন হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।

যদি নেটিজেনদের ফোনে এই অ্যাপসগুলো থাকে, তবে তাঁদের আর জাম্বিয়া সম্বন্ধে খবর জানতে অনেকগুলো নিউজ ওয়েবসাইটে খোঁজ করতে হবে না।

Exit mobile version