জনপ্রিয় সংবাদ ওয়েবসাইট বন্ধ করেছে তাজিকিস্তান

ফেসবুকে স্থানীয় প্রবেশাধিকার কেটে দেয়ার চার দিন পরে তাজিক কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা প্রদানকারী এবং মোবাইল অপারেটরদের আরএফই/আরএল-এর তাজিক সেবা রেডিও ওজদির ওয়েবসাইট বন্ধের আদেশ প্রদান করেছে। ওয়েবসাইটটি সবচেয়ে জনপ্রিয় সংবাদ উৎস। ব্লগার তেমুর মেঙলিয়েভ সতর্ক করেছেন [রুশ ভাষায়] যে স্বাধীন মিডিয়ায় প্রবেশাধিকার বন্ধ করার চেষ্টায় হিতে বিপরীত হতে পারে:

জনগণকে বাইরের দুনিয়া থেকে অবরুদ্ধ রাখার জন্যে তারা যত উঁচু দেয়াল নির্মাণ করবে জনগণ ততই সেসব দেয়াল ধ্বংসপ্রাপ্ত হয় এবং সেগুলোর নির্মাতাদের ইটের নিচে কবর দিতে চাইবে।

Exit mobile version