চীনের নতুন নেতৃত্ব কী সংবাদমাধ্যমের আরো স্বাধীনতা আনবে?

চীনা কেন্দ্রীয় টেলিভিশনকে (সিসিটিভি) সবসময় সরকা্রী প্রচারণা হিসেবে বিবেচনা করা হয়। তবে ইন্টারনেটে বক্তব্যের জন্যে রেন জিয়াইউ নামের একজন যুবকেকে শ্রমশিবিরে পাঠানোর সংবাদটিসহ গত সপ্তাহে সংবাদ কাভারেজে অগ্রগতি দেখা গিয়েছে।

চীনা নেটাগরকরা ভাবছে: নতুন নেতৃত্ব কী সংবাদমাধ্যমের আরো স্বাধীনতা নিয়ে আসবে? আরো আলোচনা পড়ুন টিলিফনেশন (চা-পাতার জাতি)-তে।

Exit mobile version