ভেনেজুয়েলাঃ ছবিতে নির্বাচনের দিন

আজ ভেনেজুয়েলার সামাজিক প্রচার মাধ্যম, শব্দের নানাবিধ অলঙ্করণে সিক্ত এক রাষ্ট্রকে প্রদর্শন করেছে। যেখানে ছিল সাক্ষ্য, তথ্য, গুজব এবং সুপারিশ। নাগরিক প্রচার মাধ্যম প্লাটফর্ম যেমন টুইটার, ফেসবুক এবং ফ্লিকারে সেই সমস্ত ছবি প্রদর্শন করা হয়, যে সবের মধ্যে দিয়ে দেশটির পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি চোখে পড়ে।

কয়েকটি মন্তব্যে জানা গেছে যে প্রথম থেকে ভোট দানে সহায়তার জন্য কিছু কিছু ভোট কেন্দ্র শনিবার মধ্য রাতে খোলা হয় এবং তারা স্বদেশ ও প্রবাসের ভোটারদের সব সময় ভোট প্রদানে স্বাগত জানিয়েছে।

মারতিজা সালজার (@মারতিজাসালজার), ভোট দেওয়ার জন্য মধ্য রাত থেকে অপেক্ষায় থাকা ভোটারদের দীর্ঘ লাইনের এই ছবিটি প্রদর্শন করেছে:

টুইটারে ছবিটি প্রদর্শন করেছেন @মারতিজাসালজার

ফার্নান্দো রিয়োস (@ফার্নান্দোরিয়োসডি) [স্প্যানিশ ভাষায়] , ৯৪ বছর বয়স্ক নাগরিক কার্লোস উরবানিয়ার ছবি প্রদর্শন করেছে, সে তার পরিচয়পত্র প্রদর্শন করছে, যার নাম্বার হচ্ছে পাঁচ, যে কিনা তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েছিল:

টুইটারে ছবিটি প্রদর্শন করেছেন @ফার্নান্ডোরিয়োসডি।

হেনরিকে ক্যাপরিলেসের নির্বাচনী স্লোগান “একটা রাস্তা রয়েছে”, যেটিকে উল্লেখ করে তৈরি করা #নটএসউনাকোলাএসউনাকামিনো [স্প্যানিশ ভাষায়]( এটা কোন দীর্ঘ লাইন নয়, এটা একটা রাস্তা) নামক হ্যাশট্যাগের অধীনে অনেক টুইটার ব্যবহারকারী ভোট দান কেন্দ্র, ভোট প্রদানের দীর্ঘ লাইন, উল্লাসের বার্তা, এবং নিশ্চিত ভোট প্রদানের চিহ্ন হিসাবে বেগুনি কালির ছাপযুক্ত হাতের আঙ্গুলের ছবি তুলে ধরছে।

#ইয়াভোটে [স্প্যানিশ ভাষায়] ( ইতোমধ্যে আমি আমার ভোট প্রদান করে ফেলেছি ) নামক হ্যাশট্যাগের অধীনে কার্লোস গারসিয়া (@কার্লোসগারসিয়ারেক) [স্প্যানিশ ভাষায়] এবং মিরিয়ান ডে এ্যারিস্টিমুনো (@মিরিয়ামজেসডেয়া) [স্প্যানিশ ভাষায়] তাদের বেগুনি কালি মাখানো আঙ্গুল তুলে ধরছে:

টুইটারে ছবিটি প্রদর্শন করেছে @মিরিয়ামজেসডেয়া।

ছবিটি টুইটারের @কার্লোসগারসিয়ারেক-এর।

একই সাথে মার্থা এভেলিন বাট্রেস (@টিটা_বাট্রেস)[স্প্যানিশ ভাষায়] কিছু ছবি আপলোড করেছে, যে সব ছবি নির্বাচনে ভোট দিতে আসা বিপুল সংখ্যক নাগরিকের দৃশ্য তুলে ধরছে।

টুইটারে ছবিটি প্রদর্শন করেছে @টিটা_বাট্রেস

এছাড়াও দি ডেভিল’স এক্সক্রিমেন্ট নামক ব্লগ কিছু ছবি প্রদর্শন করছে, যে সব ছবিতে কারাকাস এবং ভেনেজুয়েলার ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ছে:

আন্দ্রেস বেল্লো স্কুল, দি ডেভিল এক্সক্রি এই ছবিটি প্রদর্শন করছে।

জেসিকা কাররিলো এই পোস্ট লেখায় সহায়তা করেছে।
Exit mobile version