জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী মরগ্যান টিএসভাংগিরাই এর বিতর্কিত বিয়ে

বিচ্ছেদ হয়ে যাওয়া একজন প্রাক্তন জীবনসঙ্গীর বাঁধা দেওয়া সত্ত্বেও ১৫ ই সেপ্টেম্বর,২০১২ তে জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী মরগ্যান টিএসভাংগিরাই বিয়ে করার পর, নেট নাগরিকেরা তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য ফেসবুক ও টুইটারকেই বেছে নিয়েছে।

টিএসভাংগিরাই এর সাবেক প্রেমিকা তাদের দু’জনের বিয়ে আগে হয়ে গেছে এই যুক্তি দেখিয়ে আদালত থেকে বিয়ে বন্ধ করার আদেশ প্রার্থনা করেছিলেন। তিনি ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়া চুক্তিমূলক বিয়ে করার পরিকল্পনা বাদ দেন এবং ঐতিহ্যগত নিয়মে বিয়ে করেন; কেননা জিম্বাবুয়ের প্রথানুযায়ী বহুবিবাহের অনুমতি আছে।

ফেসবুকে বিভিন্ন প্রতিক্রিয়া 

তাফাযওয়া মাকান্দা ফেসবুকে পোস্ট করেছেনঃ

বাতাসের প্রবাহ অথবা সময়ের স্রোতকে আপনি থামাতে পারবেন না, লোকা আপনি দুঃখজনকভাবে বিয়েটি থামাতে ব্যর্থ হয়েছেন। এটা অবাক করার বিষয় নয় যে টিসাংসন [টিএসভাংগিরাই] এক কলঙ্কচিহ্ন যাকে এখন সেনা বাহিনী প্রধান সমর্থন দিচ্ছে…

গ্লামিস মাঠে মরগ্যান টিএসভাংগিরাই ও এলিজাবেথ মাচেকা তাদের বিয়ের কেক কাটছেন। নেহান্দারেডিও.কম এর অনুমতি নিয়ে ছবিটি ব্যবহার করা হয়েছে।

মানডিসো ময়ো-ভান্ডলা লিখেছেনঃ

যদি আপনি একইসাথে দু’জনকে ভালোবাসেন তবে দ্বিতীয় জনকে বেছে নিন, কেননা যদি আপনি সত্যিকার অর্থে প্রথমজনকে ভালোবাসতেন তবে দ্বিতীয়জনের প্রেমে পরতেন না……..( সে করে ফেলেছে, এ নিয়ে ঝগড়া করবেন না, সে তার মন যা চেয়েছে তাই করেছে)

এনকোবান দাউওই সিবানদা যোগ করেছেনঃ

ধৈর্য্য ধরুন এবং দেখুন আপনার জীবনেও খুব শীঘ্রই কোনো আনন্দময় ঘটনা ঘটবে ম্যাডাম, কারণ সৃষ্টিকর্তা সবকিছুই জানেন। সমালোচনা শুনে হাল ছেড়ে দেবেন না বরং সুখী হোন কারণ সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসেন।

প্রধানমন্ত্রীর অপর এক “প্রতারিত প্রেমিকাকে” উদ্দেশ্য করে ডায়মন্ড আরওয়াটিনিইয়ানিয়া বলেছেনঃ 

ভালোবাসা পেতে কারও উপর জোর করা উচিত নয়। সম্প্রীতি ছাড়া ভালবাসা হচ্ছে নিজের স্বার্থে ব্যবহার করার মতো রাজনৈতিক হাতিয়ার।

রেজিস মারওয়া উপদেশ দিয়েছেন যেঃ

মরগ্যান টিএসভাংগিরাই কে ভুলে যান এবং নতুন করে জীবন শুরু করুন!

গ্যারিকাই ড্যাভিড টেম্বো পোস্ট করেছেনঃ 

 তার অবশ্যই টিবি জোশুয়া [বিখ্যাত নাইজেরিয়ান ধর্মপ্রচারক] সম্বন্ধে জানা উচিত। আনে এমহেপো যাকে…… [তিনি ঈর্ষান্বিত]

গ্যারী কুযিভাকওয়াশে চিনিওংগা বলেছেনঃ

স্বর্ণ খননকারী/ ভাবমূর্তিতে কলঙ্ক লেপনকারী/ মুতুমওয়া [প্রতিনিধি]

নিষ্পাপ গ্রেইজ প্রার্থনা করেছেনঃ

হে ঈশ্বর, এই মহিলাকে সাহায্য করুন, যে কিনা জিম্বাবুয়ের আদালতকে নিচে নামিয়ে ক্যাঙ্গারু আদালতে পরিনত করেছেন।

স্যামস টাকানিজা মন্তব্য করেছেনঃ

পিএম (প্রধানমন্ত্রী মরগ্যান টিএসভাংগিরাই ) কে একা থাকতে দিন। আপনি আমাকে এটা বলবেন না যে, মরগ্যান আপনাকে ত্যাগ করার পর এ পর্যন্ত আপনি আর কারও সাথে প্রেম করেননি। যদি আপনি তা করে থাকেন তাহলে এটা নিঃসন্দেহে ব্যাভিচার।

টুইটারে বিভিন্ন প্রতিক্রিয়া 

@ল্যান্সগুমাঃ কিছু লোক তাদের ব্যাক্তিগত সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা বুঝতে পারেনা। #লকারিদা পর্বে প্লটটি কাজ করছিল।

@হারজিম্বাবুয়েঃ মরগ্যান #টিএসভাংগিরাই কি নারীদের নেতা হওয়ার যোগ্যতা রাখেন? জিম্বাবুয়ের নির্বাচকমন্ডলী হিসেবে আমরা তার প্রেম বিষয়ক অপবাদ সম্পর্কে কী মনে করছি?

@পারসিজভোমুইয়াঃ আহ, টিএসভাংগিরাই, আপনি এক রমনীর জন্য আরেক রমনীকে কেন তুচ্ছ করলেন? দু’জনকেই একসাথে কেন বিয়ে করলেন না? একজন থাকতো হারারেতে,আরেকজন থাকতো বুলাওয়েতে এবং সবাই সুখী হতো?

@জানেলে_২০: ভাবার বিষয়, টিএসভাংগিরাই এর বিয়ে আর কতো দীর্ঘায়িত হবে।

Exit mobile version