ভিডিওঃ উত্তর নিকারাগুয়ায় সান ক্রিস্টোবাল আগ্নেয়গিরির উদ্গিরণ

ইউটিউবের নাগরিকটিউবে ব্যবহারকারীদের জমা করা ভিডিওর একটি তালিকা আছে যেগুলো গত ৮ ই সেপ্টেম্বরে নিকারাগুয়ায় নাটকীয় অগ্ন্যুত্পাতের চিত্র দেখাচ্ছে। উত্তর আমেরিকার এই দেশটির সর্বোচ্চ পর্বত সান ক্রিস্টোবাল আগ্নেয়গিরি শনিবার সকাল ৯:০২ টার সময় থেকে অগ্ন্যুত্পাতের সূচনা হয়। প্রচুর বাষ্প এবং ছাই উদ্‌গিরণের ফলে চিনান্দেগা এলাকা থেকে প্রায় ৩০০০ লোককে কর্তৃপক্ষ অন্যত্র সরিয়ে নিয়েছে।

এই ভিডিওটি ছাইয়ের উদ্গিরণ দেখাচ্ছে যখন রেকর্ডিংগুলো প্রোটোকল সম্পর্কে বিস্ময়ের জন্ম দেয়:

পরের ভিডিও চিত্রটিতে, প্রতিবেশী শহর চিচিগাল্পাতেও ছাই উদ্গিরণ দেখা যাচ্ছেঃ

নিচের ভিডিওটিতে ১:০৯ মিনিট ধরে আগ্নেয়গিরি থেকে বাষ্প এবং ছাই উদ্গিরণ দেখা যাচ্ছে। যে লোকটি এটা ভিডিওতে ধারণ করেছেন তিনি মন্তব্য করেছেন যে, এতো শক্তিশালী আগ্নেয়গিরির উদগিরণ সে আর দ্যাখেনিঃ

গত ৮ ই সেপ্টেম্বর সকাল ৯টায় নিকারাগুয়ার সান ক্রিস্টোবাল আগ্নেয়গিরির সূত্রপাত ঘটে। ছবিটি রিকি রিচ সিলভা টুইটপিক থেকে সংগ্রহ করেছেন।

Exit mobile version