জাম্বিয়া: রাষ্ট্রীয় টিভিতে উসাইন বোল্টের জন্যে স্বদেশী দৌড়বিদ উপেক্ষিত

এই পোস্টটি আমাদের লন্ডন ২০১২ অলিম্পিক সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

চলমান লন্ডন অলিম্পিক ২০১২-এর ১০০ মিটার দৌড়ে জাম্বিয়ার দৌড়বিদ জেরাল্ড ফিরি সেমি-ফাইনালে তৃতীয় স্থান দখল করার দিনে তার পরিবর্তে তাদের জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান জাম্বিয়া জাতীয় সম্প্রচার কর্পোরেশন জ্যামাইকার মহা তারকা উসাইন বোল্টের যোগ্যতা অর্জনকে গুরুত্ব দিয়েছে।

এই উপেক্ষা অনেক নেটাগরিককে ক্ষুদ্ধ করেছে। তারা মনে করেন জেরাল্ড ফিরি’র এর চেয়ে আরো ভাল কিছু প্রাপ্য ছিল।

ফলাফলের স্ক্রিনছবিতে জেরাল্ড ফিরি’কে তৃতীয় স্থানে দেখাচ্ছে। ছবির সৌজন্যে শন ‘মহানদাম্ভিক’ কার্টারের ফেসবুক দেওয়াল।

সাংবাদিক ও সাবেক জেডএনবিসি কর্মী ব্রায়ান মাম্বুই জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠানের দেশপ্রেমের অভাবের কথা বলে ফেসবুকে অনুযোগ করেছেন:

ছি, জেডএনবিসি! কিভাবে উসাইন বোল্টের সেমি-ফাইনালে যোগ্যতা নিয়ে আপনারা কীভাবে শীর্ষ খেলার সংবাদ দেখালেন, জেরাল্ড ফিরি’র কী দোষ ছিল??? সেমি-ফাইনাল যোগ্যতা অর্জনের জন্যে সে তো তার জীবনের (সেরা) খেলাটাই খেলেছিল। যেমন আমার বন্ধু কাউফা বলেছেন, আমরাই আমাদের নিজের নিকৃষ্ট শত্রু।

একজন মর্মাহত জেমস চামুনোয়ারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন:

(তার মানে) আপনি বলতে চাচ্ছেন যে জেডএনবিসি’র কেউই আজকের খেলাটি দেখেনি?

এপোস্টল মার্গারেট বিউটার লিখেছেন:

এখানে লন্ডনে….. আমরা জেরাল্ড ফিরি’র কৃতিত্ব উদযাপন করছি…. কীরকম একজন মহাতারকা!!!!!!

কাউফা মউইচে’র পোস্ট মাম্বুইকে লিখতে অনুপ্রাণিত করেছে:

জেডএনবিসি প্রধান সংবাদ শিরোনাম! “উসাইন বোল্ট ১০০মিটার দৌড়ের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন” লজ্জার বিষয় শিরোনামটি হওয়া উচিৎ ছিল “জেরাল্ড ফিরি ১০০মিটার দৌড়ের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন” আমরা জাম্বিয়াবাসীরাই আমাদের নিজের নিকৃষ্ট শত্রু! ন্দেলোলেশাফিয়ে [আমি কৌতুক করছি মাত্র]

মউইচে’র পোস্টে মন্তব্য করেছেন চিল্লিয়েন দি:

ব্বাফয়া [সমস্যা]! কোথায় আমাদের দেশপ্রেম। একজন জাম্বিয়ানের তুলনায় একজন জ্যামাইকানের বিরুদ্ধে যোগ্যতা অর্জন করা একজন জাম্বিয়ানের কাছে বেশি গুরুত্বপূর্ণ নয় কী? তাদের মগজ ব্যবহার করা উচিৎ। আমি নিশ্চিত জ্যামাইকাতে সব কিছুই উসাইন বোল্টের পক্ষে। আর জাম্বিয়াতে আমরা এমনকি আমাদের নিজ ক্রীড়াবিদদের মনযোগের প্রধান কেন্দ্রে স্থান দিতে পারছি না। আমরা যদি তাদেরকে এগিয়ে দিতে না পারি তবে এটা করবে কে?

টুইটারেও জেডএনবিসি’র ন্যায্য সমালোচনা ছিল।

@গেশগ্রুভ   পুণঃটুইট @চালিফিরি: #জেডএনবিসি জেরাল্ড ফিরি’র অলিম্পিক কর্মকাণ্ড সম্পর্কে জানতো না বা শুনেনি #লন্ডন২০১২

একটি টুইপ প্রতিক্রিয়া:

@এফওয়াইটিজেডএম @গেশগ্রুভ @চালিফিরি হা ঈশ্বর! এই লোকগুলি যদি নিজেদের সাংবাদিক দাবি করে, তাদের গুলি করা উচিৎ! #জেডএনবিসি #লন্ডন২০১২ #জেরাল্ডফিরি

প্রশ্নগুলি শেষ হবার নয়:

‏@রিকালাভ  ঠিক আছে, #জেরাল্ডফিরি সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করা সত্ত্বেও পুরো জেডএনবিসি উসাইন বোল্টের উপর গভীরভাবে রিপোর্ট করেছে, (কিন্তু আমাদের) দলের খবর কোথায় #জেডঅলিম্পিয়ানস?

অন্যান্য স্থানে আরো অনেকে টুইট করেছে:

@জিএনডিএইচলোভু #জেডএনবিসি  উসাইন বোল্টের যোগ্যতা অর্জনকে তাদের খবরের শিরোনাম করেছে। (কিন্তু) আমাদের নিজেদের জেরাল্ড ফিরি অথবা @পিয়ার_ঈ’র খবর কী? আমি আসলে # জাম্বিয়ান  পতাকা খুঁজছি!

একটি টুইপ জবাব দিয়েছে:

@কুলকানিস  @জিএনডিএইচলোভু আসলে তারা কী সেটা করেছে? বোল্ট জেডএনবিসি’র একটি শিরোনাম হয়েছে, জেরাল্ড নয়? বিশ্ব শেষ হয় আসছে। ছি, @আমারজেডএনবিসি

এত সব রাগের মধ্যে দৌড়বিদ নিজেই টুইট করেছেন:

@পিয়ার _ঈ  গণমাধ্যম আপনাকে ভাঙ্গতে বা গড়তে পারে!

জাম্বিয়ার অংশ নেয়া এথলেটিকসের এই একটি বিষয় বাদে সাতজন ক্রীড়াবিদের দলটির মধ্যে ফিরি’র যোগ্যতা অর্জনের সময় পর্যন্ত পাঁচজন ইতোমধ্যে সাঁতার, জুডো এবং মুষ্টিযুদ্ধ থেকে ছিটকে পড়েছে।

এই পোস্টটি আমাদের লন্ডন ২০১২ অলিম্পিক সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

Exit mobile version