থাইল্যান্ড: ভিডিওতে স্বাস্থ্যকর জীবনযাত্রা বিষয়ক প্রচার

২০০১ সালে একটি স্বাধীন রাষ্ট্রীয় সংস্থা হিসেবে থাই হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। তামাক এবং মাদকজাতীয় পণ্যের শুল্ককরের আয় থেকে পরিচালিত এ প্রতিষ্ঠানটি থাই জনগণের স্বাস্থ্যসম্মত জীবনমান উন্নয়নে ভিডিও বিজ্ঞাপন ব্যবহার করে আসছে। সম্প্রতি এ প্রতিষ্ঠান একটি ধূমপান-বিরোধী বিজ্ঞাপনে শিশুদের আক্রান্ত হিসেবে দেখিয়েছে। অনেক স্বাস্থ্য বিষয়ক আইনজীবী এ বিজ্ঞাপনটিকে বিশ্বের সবচেয়ে কার্যকর ধূমপান-বিরোধী বিজ্ঞাপন হিসেবে বিবেচনা করেছেন।

http://www.youtube.com/watch?v=-u-rhnV4l08

রেবেকা কুলার্স এ ভিডিও বিজ্ঞাপনের সারল্যের প্রশংসা করেছেন”:

এ পর্যন্ত ধূমপান-বিরোধী যত বিজ্ঞাপন প্রদর্শিত হয়েছে- এটি সেগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর। বিজ্ঞাপনটির সবচেয়ে চিত্তাকর্ষক দিকটি হচ্ছে এতে ব্যবহৃত হয়েছে অল্প কয়েকটি কাগজ এবং দুটি শিশু। থাই স্বাস্থ্য বোর্ডের পক্ষে অলিগভি থাইল্যান্ডের করা ভিডিও স্টান্ট টি কিছু কারনে ইউটিউব থেকে সরিয়ে ফেলার আগে এটি ৯৬০,০০০ জন দেখেছেন। কিছু পরিবর্তন সাপেক্ষে বিজ্ঞাপনটিকে আবারো ইউটিউবে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ লোক এটি দেখছে।

আলেরজা উইবরগ বিজ্ঞাপনটির কার্যকারিতা সম্পর্কে ব্যাখ্যা করেনঃ

এ কৌশলটি কেন কাজ করে? সে বিষয়ে আমার ধারনা: শিশুরা ধূমপান করছে- এ চিন্তাটিই অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু কেন? এর কারন শিশুদের জীবন মূল্যবান, নাজুক এবং এদের রক্ষা করা অত্যন্ত প্রয়োজন।

আহহা, বিজ্ঞাপনটির সুতীক্ষ্ণ বাণিজ্য ভাষ্য হচ্ছে: বয়স্করা কখনও কি আয়নার দিকে একবার তাকিয়ে দেখেন এবং তাঁদের নিজেদের জীবন সম্পর্কে একই কথা বলেন?

সংস্থাটির কিছু বিজ্ঞাপন নিচে দেওয়া হল। এ ভিডিওটিতে একটি শিশু তার বাবাকে প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিচ্ছে

গণ উদ্যানে আরেকটি ধূমপান- বিরোধী বিজ্ঞাপন

এ ভিডিওটিতে একজন পরিচারিকা ধূমপায়ী গ্রাহকদের প্রতি তার ‘ভালোবাসা’ প্রদর্শন করেছেন

ধূমপায়ী মালিক একজন অনুগত কর্মচারী পেয়ে খুশিঃ

ধূমপান ছাড়াও অন্য আরেকটি ভিডিওতে সংস্থাটি অ্যালকোহল আসক্তির বিষয় তুলে ধরেছেন। কি করে অ্যালকোহল ত্যাগ করা যায় সে বিষয়ে নিচের ভিডিওটিতে কিছু বাস্তব সম্মত পরামর্শ দেওয়া হয়েছে।

মদ্যপ চালকদের শিক্ষন:

সড়ক নিরাপত্তার বিষয়টিকেও এ সংস্থা গুরুত্ব প্রদান করে। দ্রুত চালনার বিপদ সম্পর্কে এ ভিডিওতে বলা হয়েছে

চালনার সময় সীমিত গতির প্রয়োজনীয়তা সম্পর্কে একই ধরণের বক্তব্য দেওয়া হয়েছে

ব্যায়াম সংক্রান্ত একটি মজার ভিডিও

প্রতিদিন ব্যায়ামের উপকারিতা সম্পর্কে আরেকটি ভিডিও

Exit mobile version