সিঙ্গাপুর: নেটিজেনদের প্রশ্নের মুখে পত্রিকার ‘চ্যারিটি’ উদ্যোগ

সিঙ্গাপুরের ইংরেজি ভাষার একমাত্র ব্রডশিট পত্রিকা দ্য স্ট্রেইট টাইমস সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, তারা চ্যারিটি বা সেবা কাজ পরিচালনার জন্য একটি ভক্সওয়াগন গাড়ি নিলামে তুলবে। কিন্তু এ ঘোষণায় সিঙ্গাপুরের জনগণ খুশি না হয়ে বরং ক্রুদ্ধ হয়েছেন। কারণ এই সেবা কাজের জন্য উত্তোলিত অর্থ সরাসরি নিম্ন আয়ের মানুষের কাছে যাবে না। তারা অর্থ সাহায্যের পরিবর্তে এক বছরের জন্য দ্য স্ট্রেইট টাইমস পত্রিকার গ্রাহক হবেন।

দ্য স্ট্রেইট টাইমস পত্রিকার সম্পাদক ওয়ারেন ফার্নান্দেজ বলেছেন, “আমরা নিম্ন আয়ের পরিবারের তরুণ সদস্যদেরকে একটি চমৎকার উপহার দিবো: তথ্যে প্রবেশাধিকার দিয়ে তাদের সামনে এক নতুন পৃথিবীর দুয়ার খুলে দিবো এবং এর সব সম্ভাবনা হাজির করবো। যা তাদের জীবনকে এক ধাপ সামনে এগিয়ে দেবে। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, প্রতিদিন তাদের বাড়িতে এক কপি স্ট্রেইট টাইমস দিলে, তারা এটা সম্ভব করতে পারবে।“

তবে এর মধ্যে দিয়ে কিছু বিষয় উঠে এসেছে, দ্য স্ট্রেইট টাইমস প্রকৃতপক্ষে কোনো চ্যারিটি বা নিম্ন আয়ের মানুষদের সাহায্য করছে না। এর পরিবর্তে তারা তাদের ১ হাজার কপি পত্রিকা বিক্রি করছে, যার অর্থ আসবে নিলামের গাড়ি থেকে। আর নিলামের গাড়ি দান করেছে ভক্সওয়াগন।

জিউই লি সুই তার ফেসবুক পাতায় লিখেছেন, পত্রিকাটি যদি আন্তরিকভাবে নিম্ন আয়ের লোকদের সাহায্য করতে চাইতো, তাহলে তাদের পত্রিকা বিনামূল্যেই দিতো:

প্রিয় ওয়ারেন ফার্নান্দেজ, আপনি যদি সত্যি সত্যি বিশ্বাস করে থাকেন দ্য স্ট্রেইট টাইমস নিম্ন আয়ের পরিবারের তরুণদের একটি চমৎকার উপহার দিবে, তাহলে আপনার নিজের টাকা নিজের কাছেই রাখুন। বিনামূল্যে আপনার পত্রিকা বিলি করুন।

লী কিন মুন অনলাইন সংবাদ প্রতিবেদনের একটি ছবি টুইট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ৯০ শতাংশ পাঠকই এই সংবাদে অসন্তুষ্ট হয়েছেন:

@মিস্টারব্রাউন: পাঠকরা তাদের চ্যারিটি নিলাম নিয়ে ভালো করেই জানে।

এর প্রতিক্রিয়া হিসেবে নিউ নেশনও চ্যারিটি বা সেবা কাজের ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে সিঙ্গাপুর চিলড্রেন সোসাইটি উপকৃত হবে:

… আজ থেকে আমরা আমাদের নিজস্ব চ্যারিটি বা সেবা কর্মের উদ্বোধন করলাম। এর মাধ্যমে সিঙ্গাপুর চিলড্রেন সোসাইটি উপকৃত হবে।

আমরা এটা করেছি, কারণ আমরা বিশ্বাস করি, যেকোনো সেবাকর্ম-ই হতে হয় আন্তরিকতার সাথে। নিজের পণ্যের বাজার বাড়ানোর জন্য এটা করা উচিত নয়।

দ্য স্ট্রেইট টাইমস ভক্সওয়াগনের দেয়া গাড়ি নিলামের মাধ্যমে ১০৭,৫০০ ডলার উত্তোলনের লক্ষ্যমাত্রা স্থির করেছে।

আমরা জানি না কতো টাকা আমরা তুলতে পারবো। তবে আমরা ধরে নিয়েছি, এটা ১০৭,৫০০ ডলার হবে। ভক্সওয়াগন গাড়ির দামও এই পরিমাণ টাকা। এই কার্যক্রম চলবে ১৫ জুলাই পর্যন্ত। আর এই সময়ের মধ্যেই স্ট্রেইট টাইমস সর্বোচ্চ নিলামকারীর নাম ঘোষণা করবে।

Exit mobile version