সৌদি আরবঃ টুইটার একাউন্ট হ্যাক হয়ে যাওয়ার ঠেকানোর টিপস

অনলাইনের একাউন্ট প্রায়শই হ্যাক বা চুরি হয়ে যায়। আমরা সবসময় তাদের কথা শুনে থাকি, যারা কারো ইমেইল বা ইমেইলের পাসওয়ার্ড চুরি করে থাকে। টুইটারেও একই ধরনের ঘটনা ঘটে। আর এ কারণে সৌদি টুইটারকারী এবং ব্লগার মানাল আল-শরিফ, যিনি একটি তেল কোম্পানীতে তথ্য নিরাপত্তা পরামর্শক হিসেবে বেশ কয়েক বছর ধরে কাজ করে আসছেন, তিনি টুইটার একাউন্ট হ্যাক হাওয়ার হাত থেকে রক্ষার উপায় হিসেবে বেশ কিছু কৌশল প্রদান করছেন [আরবী ভাষায়]।

Exit mobile version