লিবিয়াঃ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারে বিঘ্ন

এই পোস্টটি লিবিয়া বিক্ষোভ ২০১১-এর উপর লেখা আমাদের বিশেষ কাভারেজের অংশ

ত্রিপলি থেকে যখন দ্রুত সংবাদ আসতে শুরু করে, সামাজিক প্রচার মাধ্যমে উৎসাহী ব্যক্তিরা লিবিয়া থেকে আসা সংবাদ বাছতে শুরু করে, যাতে আমাদের এই তথ্য প্রদান করা যায় যে সেখানে আসলে কি ঘটছে।

এন্ডি কারভিন, এনারপি’এর উধ্বর্তন পরিকল্পনাবিদ, এ রকম এক পরিষ্কার এক অবস্থানে তৈরি করেছেন, তিনি তার সাম্প্রতিক এক টুইটে তিনি লিখেন:

@ একারভিন: এখনো নিশ্চিত নই। , তাকে ধরা হয়েছে, সে এখন মৃত, সে পালিয়ে গেছে, সে লুকিয়ে পড়েছে, এ রকম অনেক গুজবের মধ্যে এটা একটি। আরটি@টেকনোসেইলার: গাদ্দাফি ধরা পড়েছে। এটা কি একটা নিশ্চিত সংবাদ?#লিবিয়া # ত্রিপলি

লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। ছবি সুলতান আল কাসেমীর

সুলতান আল কাসেমি, যিনি সংযুক্ত আরব আমিরাত থেকে লিবিয়ার সংবাদের উপর নজর রাখছিল, তিনি ছিলেন লিবিয়া সংক্রান্ত সংবাদের মূল্যবান উৎস। তিনি এখন লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারের ছবি (স্ক্রিনশট) আমাদের প্রদর্শন করেছেন

@সুলতানআলকাসেমি: আল আরাবিয়া: লিবিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র এখন বন্ধ রয়েছে # লিবিয়া

@সুলতানআলকাসেমি: আল আরাবিয়ার তাজা সংবাদ : লিবীয় বিপ্লবের পতাকা এখন ত্রিপলির সরকারী ভবনে উড়ছে # লিবিয়া

টুইটারে ফিরে আসা যাক, অনলাইনে এক উচ্ছ্বাস দৃশ্যমান হচ্ছে যখন টুইটারকারীরা লিবিয়ার পরিস্থিতির উন্নয়নে তাদের চিন্তা এবং অনুভূতি ব্যক্ত করেছে।

লেবাননের হিলাল চউমান কুইপ (টুইট) করেছে:

@হিলাল চউমান: #লিবিয়ার বিষয়ে আমার পিতার মন্তব্য: ” হাল্কের (শক্তিশালী ব্যক্তি) পতন ঘটল”. দারুণ।

এদিকে বৃটিশ কুর্দী একটিভিস্ট রুয়াদা মুস্তাফা, প্রমাণের অপেক্ষায়:

@রুয়াদামুস্তাফা: সকলে একটু দম নিন। গাদ্দাফিকে আটক করা বা তার মৃত্যুর ক্ষেত্রে মৃতদেহের ছবি+ ভিডিও ফুটেজের জন্য অপেক্ষা করুন, তার সন্তানদের বন্দী দৃশ্যের জন্য অপেক্ষা করতে হবে। #লিবিয়া

এবং মিশরীয় নাগরিক মোনা এল তাহাউয়ি উপসংহার টেনেছেন:


@মোনাএলতাহউয়ি
: সত্যিকারের #লিবীয় বিদ্রোহ গাদ্দাফির ভুয়া বিপ্লবের ৪২তম ব বার্ষিকী উদযাপনের আগে তার নির্মম শাসনের প্রায় সমাপ্তি এনে দেবে”।

লিবিয়া সংক্রান্ত আরো সংবাদের জন্য আমাদের সাথে থাকুন।

এই পোস্টটি লিবিয়া বিক্ষোভ ২০১১-এর উপর লেখা আমাদের বিশেষ কাভারেজের অংশ

Exit mobile version