গ্লোবাল ভয়েসেস-এর মেন্টরদের মাধ্যমে দশটি দেশের তরুণ একটিভিস্টদের শিক্ষা প্রদান।

A group photo of the Blogger Swarm

একটিভিস্টার ব্লগার সোয়ার্ম নামক কর্মশালার সদস্যরা, (এখানে ছবিতে তাদের দেখা যাচ্ছে) যাদের প্রত্যেকের সাথে গ্লোবাল ভয়েসেস-এর একজন ব্লগার, মেন্টর বা শিক্ষক হিসেবে-কাজ করবে”

আজ আমার গ্লোবাল ভয়েসেস এর ১০ জন মেন্টর (ব্লগার যারা একটিভিস্টদের শিক্ষক) এবং ১১ জন একটিভিস্টের নাম ঘোষণা করছি, যারা আগামী মাসসমূহে ভার্চুয়ালি একসাথে কাজ করবে। এটি এক নতুন উদ্যোগ, যা গ্লোবাল ভয়েসেস এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এ্যাকশানএইড-এর তরুণদের মধ্যে যোগাযোগ সৃষ্টির প্রয়াস একটিভিস্টা,-এর এক প্রচেষ্টা।

একটিভিস্টা, ” ব্লগার সোয়ারম”এর অংশ হিসেবে পাঁচটি মহাদেশের দশটি দেশের একটিভিস্টদের নির্বাচিত করেছে, যারা কিনা আগামী ১২ মাসে একটিভিস্টার ওয়েবসাইটে ব্লগিং করে যাবে। এর উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বের তরুণদের উন্নয়ন আলোচনায় যুক্ত করা এবং বিশেষ করে খাদ্য এবং জলবায়ুর ক্ষেত্রে ন্যায়বিচার সৃষ্টির লক্ষ্যে।

নতুন এই ব্লগাররা সম্প্রতি তানজানিয়া এক নিবিড় কর্মশালায় অংশ গ্রহণ করে, যেখানে তারা সাংবাদিকতা এবং প্রযুক্তি, যেমন ভিডিও প্রোডাকশন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে।

দুই বছর আগে গ্লোবাল ভয়েসেস-এর ৩১ জন ব্লগার ডেনমার্ক-এ এ্যাকশনএইডের আরেকটি কর্মশালায় মেন্টর (প্রশিক্ষক) কাজ করেছিল, এদের মধ্যে ক্যাসপার কুন্ডসেন ছিলেন প্রাক্তন এক প্রশিক্ষনার্থী (মেন্টি)। তিনি এখন নতুন ব্লগার সোয়ারম-এর সংগঠক।

আমাদের আশা, মেন্টররা বন্ধুত্বের হাত বাড়িয়ে নতুনদের প্রযুক্তিগত সহায়তা এবং ফিডব্যাক প্রদান করবে। নতুন ব্লগারদের অনলাইনের এই যাত্রায়, মেন্টররা তাদের সাথে থাকবে।
এখানে আরো ১০ জন নতুন মেন্টর (প্রশিক্ষক) এবং ১১ জন মেন্টির (শিক্ষার্থীর) পরিচয় তুলে ধরা হল।
গ্লোবাল ভয়েসেস-এর মেন্টর | একটিভিস্টা মেন্টিজ

সকলের জন্য শুভ কামনা রইলো!

Exit mobile version