গ্লোবাল ভয়েসেস পডকাস্ট ১: অনলাইনে আমরা কাকে বিশ্বাস করব?

সারা বিশ্বকে স্বাগত জানাই!

আধা ঘন্টার এক পডকাস্টে সারা বিশ্বের গ্লোবাল ভয়েসেস-এর লেখক এবং সম্প্রদায়ের ক্ষেত্রে কি ঘটছে সে বিষয়ে এক সারংশ তৈরি করা সহজ কাজ নয়, কিন্তু আমরা সেই চেষ্টা করেছি এবং আপনাদের জন্য আমাদের লেখক, সম্পাদক এবং বিভিন্ন বিষয়ের উপর সামান্য এক অডিও প্রোগ্রাম তৈরি করেছি। আমি এই অডিও শোনার জন্য গ্লোবাল ভয়েসেস বিশ্বের সব প্রান্ত থেকে সবাইকে বিরক্ত করব, এই বার আমরা শুনব…।
ইন্টারনেটে কার উপর বিশ্বাস রাখব

২০১১ সালে, সারা বিশ্বের ব্লগার এবং প্রচার মাধ্যম উভয়ে এক প্রতারকের দ্বারা প্রতারিত হয়। তার নাম ম্যাকমাস্টার। যে ধারণা দেয় যে সে সিরিয়ার এক নারী সমকামী ব্লগার, যার নাম “আমিনা”। গে গার্ল ইন দামাস্কাস-এর ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে আমরা কি ভাবে ইন্টারনেটের বিষয় সমূহ পাঠ করব এবং প্রকৃত ব্লগকে চিহ্নিত করব। জিলিয়ান ইয়র্ক, গ্লোবাল ভয়েসেসবোর্ডের স্বেচ্ছাসেবী প্রতিনিধি এবং তিনি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক লেখিকা, অপর্ণা রায়, দক্ষিণ এশিয়ার এক লেখিকা এবং তারেক আমর যে কিনা মিশরের উপর সংবাদ প্রদান করছে, তারা সকলে আমার সাথে এক প্রাণবন্ত আলোচনায় যোগ দিয়েছে।

গিনি বিসাউ-এর সুর

এডি আভিলা, রাইজিং ভয়েসেস-এর ডিরেক্টর, তিনি সম্প্রতি পশ্চিম আফ্রিকার গিনি বিসাউ ভ্রমণ করে এসেছেন। এখানে বান্দিম এবং এন্ট্রামেন্টোর কিছু সুর রয়েছে, যে এলাকা তাদের নাচের দলের জন্য বিখ্যাত। এর সাথে আপনার এডির সেখানে এক যুবা ব্লগিং সম্প্রদায় স্থাপনের বিষয়ে তার চিন্তার কথা জানতে পারবেন। রাইজিং ভয়েসেস-এর সহায়তায় এই প্রকল্প শুরু করে হচ্ছে।

গ্লোবাল ভয়েসেস-এর এক সম্পাদক কেমন হতে পারে?

আমাদের প্রথম পর্ব শেষ করার আগে, আমি আমাদের স্প্যানিশ ভাষার সম্পাদিকার সাথে খানিকটা আলাপ করব। ফিরোজেহ সাকোহ ভালে, খণ্ডকালিন সময়ে গ্লোবাল ভয়েসেস-এর সম্পাদিকার দায়িত্ব পালন করার পাশপাশি একজন মা, শিক্ষিকা এবং পিএইচডির গবেষণার মত কাজ চালিয়ে যাচ্ছেন। এবং তিনি তার কাজে ভারসাম্য বজায় রাখার সংগ্রামে লিপ্ত। গ্লোবাল ভয়েসেস-এর জন্য পুর্য়োটো রিকো, কিউবা, ডমিনিকান রিপাবলিক এবং স্পেন থেকে সংবাদ সংগ্রহের বিষয়টি কেমন? ফিরোজেহ আমাকে জানাচ্ছে তার কাজের ক্ষেত্রে কোন বিষয়টি সে উপভোগ করে।

পরবর্তীতে আপনারা আমাদের কাছ থেকে কোন কোন বিষয় সম্বন্ধে শুনতে ইচ্ছুক, আমাদের তা জানান।

প্রথম পর্বের জন্য আমরা এই কয়টি বিষয় উপস্থাপন করতে পেরেছি। কিন্তু পডকাস্টকে আরো বিস্তৃত এবং বিবর্তিত হতে হবে। আর আমরা এর জন্য কাজ করে যাচ্ছি। আমি আপানাদের কাছে জানতে চাই যে আপনারা এই বিষয়ে কি ভাবছেন এবং এখানে আপনার কি শুনতে চান। এ কারণে আমি আমাদের সম্পাদক এবং লেখকদের সাথে যোগাযোগ করছি, যাতে প্রতি পর্বে তারা তাদের কাহিনী আমাদের জানাতে পারি এবং এবং আমরা তা শুনতে পারি।

পডকাস্ট তৈরি করা বেশ মজার এবং এতে সামান্য খানিকটা খাটতে হয়। এর মধ্যে যে বিষয়টি বেশ আনন্দদায়ক- সেটি হচ্ছে আমি সারা বিশ্বের দারুণ অনেক ব্যক্তির সাথে কাজ করি যারা স্বেচ্ছায় আমাকে সময় দেয়। আমি বের হয়ে পড়ি এবং বিস্ময়কর কিছু বিষয় রেকর্ড করি এবং আমি ক্রমাগত অডিওর জন্য আমার যে চাহিদা, তা পুরণ করতে থাকি। প্রতিটি ক্ষুদ্র যে অডিও ক্লিপ, তা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন লোক ধারণ করে থাকে- মাত্র ৩০ মিনিট সময়ের মধ্যে, এটি তেমন মন্দ এক যাত্রা নয়।

সঙ্গীতের কৃতিত্ব

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্-এর মাধ্যমে পডকাস্টে আপনার প্রচুর সঙ্গীত শুনতে পাবেন। যদি আপনারা এই সব শিল্পীদের সম্বন্ধে আরো জানতে চান, তাহলে এই লিঙ্কে প্রবেশ করুন। আটলান্টিন্স লেমুরিয়ান ক্যান্ডিডেট-এর জন্য অর্ব গেট্টারর-কে , স্পিরিচুয়াল হোমেজ-এর জন্য মার্ক কটন-কে ধন্যবাদ, সূপার্বআস -এর কাজ কৃতিত্বের দাবিদার। ফাজ্জাদ, এর কাজের তো কোন জবাব নেই! বেশির ভাগ সঙ্গীত পাওয়া গেছে ওপসাউন্ড.অর্গ, দি ফ্রি মিউজিক আর্কাইভ অথবা সরাসরি শিল্পীদের কাছ থেকে। এর সাথে চমৎকার ভাবে উচ্চারিত ধারাবর্ণনা (ভয়েসওভার) প্রদানকারীদের ধন্যবাদ। তাদের বর্ণনা এবং এইসব ক্লিপ বা অডিও অংশ একসাথে পডকাস্টকে জোড়া দিতে সাহায্য করেছে।

এই পডকাস্ট শোনার জন্য সবাইকে ধন্যবাদ এবং গ্লোবাল ভয়েসেস-এর পরবর্তী পডকাস্ট শোনানোর লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি!

https://www.archive.org/download/GvPodcast1/GV1.mp3?_=1
Exit mobile version