আইভরি কোস্ট: গাবাগাবো প্রতিরোধ করছে, আফ্রিকা প্রতিবাদ

এই প্রবন্ধটি আইভরি কোস্টের অস্থিরতা ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আইভরি কোস্টের প্রাক্তন রাষ্ট্রপতি লরা গাবাগাবো এখনো দেশটির এক বাঙ্কারের মধ্যে অবস্থান করে আছে। সে ২০১০-এর রাষ্ট্রপতি নির্বাচনে নিজের পরাজয়ের বিষয়টিকে অস্বীকার করে নিজের গ্রেফতার হওয়াকে প্রতিরোধ করে যাচ্ছে। তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করার লক্ষ্যে ফ্রান্সের সেনাবাহিনী এক অভিযানে অংশগ্রহণ করেছে। বিষয়টি ফরাসী রাজনীতিবীদ এবং নাগরিকদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে [ফরাসী ভাষায়], একই সাথে তা ফ্রান্সে বাস করা আফ্রিকার নাগরিক সম্প্রদায়ের মাঝেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

২৬ মার্চ, ২০১১-এ, ফ্রান্সের রাজধানী প্যারিসে গাবাগাবো-পন্থীদের বিক্ষোভ, ছবি ফ্লিকার ব্যবহারকারী এএনডাব্লিউ.ফ্রা-এর (সিসি বাই-এনসি-এসএ ২.০)।

প্যারিস থেকে দোয়ালা

৬ এপ্রিল, ২০১১-তে, প্যারিসে জাতীয় পরিষদের সামনে এক বিক্ষোভের আয়োজন করা হয়। মামোও৯২২ নামক ইউটিউব ব্যবহারকারী এর বেশ কয়েকটি ধারাবাহিক ভিডিও পোস্ট করেছে, যাতে বিষয়টি প্রদর্শিত হচ্ছে। নীচের ভিডিওটিতে আপনি দেখতে পাবেন বিক্ষোভকারীরা একটি সরকারি ভবনের সামনে ফরাসী নিরাপত্তা বাহিনীর মোকাবেলা করছে:

৫ এপ্রিল, ২০১১, ক্যামেরুনের অর্থনৈতিক রাজধানী দোয়ালায়, সেখানকার ট্যাক্সি ড্রাইভাররা লরা গাবাগাবোর প্রতি সমর্থন প্রদর্শন করার জন্য শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়। নীচের ভিডিওটি ওয়াট টিভিতে পোস্ট করেছে গ্রি-গ্রি ইন্টারন্যাশনাল, এটি একটি সংবাদ ব্লগ:

এই ভিডিওর এক সাক্ষাৎকার, বিষয়টি বিশ্লেষণ করেছে:

আইভরি কোস্টের সমস্যা সমগ্র আফ্রিকার জন্য এক চিন্তার বিষয় […] আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ফ্রান্সকে সতর্ক করে দিতে চাই, তারা আইভরি কোস্টে যা করছে, তা যেন বন্ধ করে। […]

ক্যামেরুনের স্বাধীনতার যুদ্ধের সময় যা ঘটেছিল তা উল্লেখ করে, সে যোগ করছে:

আজ আমরা বুঝতে পারছি যে, এখন থেকে ৫০ বছর আগে ফ্রান্স আমাদের পিতামাতাকে হত্যা করেছিল, সেটি ছিল সত্যি।

দূতাবাস বিষয়ক সমস্যা

৭ এপ্রিল, ২০১১-এ তারিখের সকাল বেলা ফরাসী প্রতিরক্ষা মন্ত্রী জের্রাড লংগুয়ে ফরাসী সিনেট কমিশনের সামনে পররাষ্ট্র বিষয়ক সংবাদ প্রদান করছেন [ফরাসী ভাষায়]। তিনি সংবাদ প্রদান করেন যে যে বাহিনী লরা গাবাগাবোকে রক্ষা করে যাচ্ছে তাদের সংখ্যা প্রায় ১,০০০ এবং কোকোডিতে অবস্থিত রাষ্ট্রপতি প্রসাদ (যেখানে গাবাগাবো পালিয়ে আছে) দখলে আনার ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে সেই এলাকার চারপাশে অজস্র বিদেশী দূতাবাস রয়েছে। এই সকল দূতাবাস দ্রুত কৌশলগত এবং সৈন্য সমাবেশের এলাকায় পরিণত হয়েছে:

ফরাসী সংবাদপত্র জেডিডি ফরাসী ইউনিকর্ন সেনাদের দ্বারা আবিদজানে, তার বাসভবন থেকে জাপানী রাষ্ট্রদূতকে উদ্ধারের সংবাদ, পত্রিকাটির ফেসবুকের পাতায় পোস্ট করেছে। এই বাসভবনটি ৬ এপ্রিলের রাতে ভাড়াটে সেনারা দখল করে নিয়েছিল। এখানে যে ভিডিওটি প্রদান করা হয়েছে, তা ফরাসী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে পাওয়া।

আফ্রিকার প্রধান ফরাসী ভাষী সংবাদপত্র জেউনে আফ্রিকের মতে, এ্যাঙ্গোলার ১০০ জন বিশেষ সেনা [ফরাসী ভাষায়] গাবাগাবোর সামরিক বাহিনীর সেনাদের সাথে লড়াই করছে, যে সব সেনা রাষ্ট্রপতি বাসভবনের বাঙ্কার রক্ষা করে চলছে। আইভরি কোস্টের প্রাক্তন এই নেতা এখন এই বাঙ্কারে লুকিয়ে আছেন।

এই প্রবন্ধটি আইভরি কোস্টের অস্থিরতা ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

Exit mobile version