পাকিস্তান: বন্যা পরিস্থিতি নিয়ে টুইটারে প্রতিক্রিয়া

পাকিস্তানের বন্যা নিয়ে সারা বিশ্বের টুইটার ব্যবহারকারী কথা বলতে শুরু করেছে, বিশেষ করে যখন বন্যার ভয়াবহ রূপ দিনে দিনে আরো যখন স্পষ্ট হয়ে উঠছে। #পাকিস্তান হ্যাশট্যাগটি ২৮ জুলাই টুইটারে সবচেয়ে বড় ট্রেন্ড (ধারা) হয়ে উঠেছিল যেদিন সকালে ইসলামাবাদে একটি বিমান বিধ্বস্ত হয়

এই রেখাচিত্র সামান্য ঊর্ধ্বমুখী হয় (তবে তা ২৮-এ জুলাইয়ের মত এতটা উপরে উঠে যায়নি), যখন আগস্টের প্রথম সপ্তাহে বন্যার খবর চারদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তী সপ্তাহে এই সংবাদ ততটা গুঞ্জন সৃষ্টি করেনি। তবে ১৬ আগস্টে #পাকিস্তান হ্যাশট্যাগ আবার টুইটারের সংবাদ ধারায় সেরা দশের মধ্যে চলে আসে বিশেষ করে যখন লোকজন বন্যার প্রভাব এবং ক্ষতির ব্যাপকতা এবং বিশ্বের কাছ থেকে বন্যাদুর্গতদের জন্য সাহায্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শুরু করে।

টুইটার ব্যবহারকারীরা অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করেছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে: #পাকিস্তান, #পাকরিলিফ, #পাকফ্লাডস, #হেল্পপাকিস্তান ইত্যাদি। চলুন দেখি নেট নাগরিকেরা পাকিস্তানের বন্যা সম্বন্ধে টুইটারে কি বলছে।

বন্যা দূর্গতদের দুর্দশা:

ফাররুখসিদ্দিকি:: বন্যাক্রান্ত পাকিস্তানে মৃতপ্রায় গবাদিপশুর পাল ত্রাণের জন্য চিৎকার করছে। http://bit.ly/boFFDb #পাকিস্তান #পাকরিলিফ

এসফারাজালি:: দয়া করে সাহায্য করুন! বন্যায় ঘরহারা পাকিস্তানীরা ত্রাণ বিতরণে দুধ পাচ্ছে না…http://tumblr.com/xlegpf7i6 #পিকেফ্লাডস

সামানচিতা:: #পাকিস্তানে ৪ মিলিয়ন শিশু মৃতপ্রায় অবস্থা কবরে যাবার উপক্রম হয়েছে, http://bit.ly/bHpRPU #ইউনিসেফে দান করুনhttp://bit.ly/aEXd1h #হেল্প পাকিস্তান #পাকফ্লাডস

গুগলওয়েভইয়োর:: বন্যার কারণে অনেক লোক বাস্তুচ্যুত হয়েছে #পাকিস্তানে, এই সংখ্যা #অস্ট্রেলিয়ার সমগ্র জনগোষ্ঠীকে ছাড়িয়ে গেছে#পাকফ্লাড#হেল্পপাকিস্তান ভায়া #ফারহানমাসুদ।

ফারহানমাসুদ:: লোকদের সাহায্য করার চেয়ে এখন আর গুরুত্বপূর্ণ আর কিছুই নেই, যাদের সত্যিকারের সাহায্য প্রয়োজন। কাজেই যতটা পারেন তাদের সাহায্য করেন। #হেল্পপাকিস্তান #পাকফ্লাডস

বন্যার তথ্য:

ক্রাইসিসকমন্স:: রিটুইট @ক্রাইসিসম্যাপার: #পাকিস্তানের বন্যার সক্রিয় মানচিত্র @ইএসআরআই এর সামাজিক মানচিত্র সাইট, সেখানে ভূ প্রকৃতির ছবি সংযুক্ত করা হয়েছে, ইউটিউব ভিডিও+ http://bit.ly/a9Vois #সোকমেড #জিআইএস

যে প্রচেষ্টার কথা সময় কখনোই ভুলে যাবে না। ছবি টুইটপিক থেকে ওমার_এস এর সৌজন্যে

ত্রাণ কার্যে দান:

ডার্ক২১১২:: পাকিস্তান বন্যা বিধ্বস্ত ত্রাণকার্য। সংক্ষেপে “ফ্লাড” লিখে ২৭৭২২তে এস এম এস পাঠান। http://tinyurl.com/2ecclhc #পাকরিলিফ#পাকফ্লাডস

ওল জালোল:: রিটুইট @সারিকেস: অ্যাঞ্জেলিনা জোলি ত্রাণের জন্য ১ লাখ ডলার প্রদান করেছে (৮.৫ মিলিয়ন রুপী) #জারদারি ও #আলতাফ উভয়ে ৫ মিলিয়ন রুপি মাত্র প্রদান করেছে http://bit.ly/coKPzx #পাকরিলিফ #পাকফ্লাড #পাকিস্তান#করাচি।

ত্রাণ এবং উদ্ধারকার্য প্রচেষ্টা:

ইতানভির:: RT @@সারওয়াতজে: #স্বেচ্ছাসেবী হতে চান #পাকরিলিফ (পাকিস্তানের ত্রাণ কার্যের জন্য) #ইসলামাবাদে যোগাযোগ করুন হাজমার সাখে ইমপসিবল@০৩৩৩৫৪২৪১৯২#পাকফ্লাড #পাকিস্তান

রুমাইসাম: http://bit.ly/dh6Eay #পাকরিলিফে আমরা যা করেছি… দুর্দশার পর এক আনন্দের সুন্দর ছবি। ভায়া @ড:আওয়াব #পাকিস্তান #পাকফ্লাডস

ড:আওয়াব: আরটি @ফয়সালকাপাডিয়া শেখপুরায় আমাদের সামনে দাঙ্গা ছড়িয়ে পড়েছে, তারা পানিতে ভিজে যাওয়া খাবার এবং বাজে ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করছিল #পাকফ্লাডস পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

ড: আওয়াব:: কি ভাবে পিপিপি দুর্নীতি করছে -খুরশীদ শাহের পুত্র প্রতিদিন ৭ লাখ রুটির সরবরাহ করার একটি চুক্তি করেছে, সে প্রতিদিন ২ লাখ রুটি বানায় এবং ৫ লাখ টাকা পকেটে ভরে #পাকফ্লাডস

কৌতূহল জনক ভাবে প্রচার মাধ্যমও পাকিস্তানের নেটবাসীদের কাছে পৌঁছার জন্য টুইটার ব্যবহার করছে।

এড্রিয়ানমা: সিবিসি সংবাদ মাধ্যম একেবারে পাকিস্তান থেকে ব্লগ করার জন্য স্বেচ্ছাসেবীদের খুঁজছে। yournews@cbc.ca (মেইল করুন) #পাকিস্তান #পাকরিলিফ

যদি মনে হচ্ছে যে অনেক লোক যদিও টুইট করছে, আসলে বেশির ভাগ লোক পুনরায় টুইট করেছে অথবা তারা সিনথেটিক টুইটিং বা অন্য টুইট থেকে বানানো বার্তা প্রকাশ করছে, মূল উৎস থেকে টুইট করার বদলে। এখন দেখা যাক কিভাবে এই সব টুইট চাঁদা, ত্রাণ সামগ্রী এবং পুনর্বাসন প্রচেষ্টার ক্ষেত্রে প্রভাব ফেলে।

এই পোস্টটি ২০১০ সালে পাকিস্তানের বন্যার উপর গ্লোবাল ভয়েসেসের বিশেষ কাভারেজ পাতার অংশ
Exit mobile version