অস্ট্রেলিয়া: সমুদ্রে তেল পড়া ওবামার জন্য সতর্কবাণী

একটি চীনা কয়লার জাহাজ অস্ট্রেলিয়ার প্রতীক গ্রেট ব্যারিয়ার রিফে তেল ফেলেছে:

কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী আনা ব্লিগ বলেছেন যে তিনি চান সরকার যেন সেইসব চীনা কয়লা জাহাজের মালিকদের কঠিন শাস্তি দেয় যারা গ্রেট ব্যারিয়ার রিফের পরিষ্কার পানিতে তেল ফেলছে।

রিফে তেল ফেলার ঘটনায় ব্লাই এর ক্ষোভ

“এটা কোন ধ্বংসযজ্ঞপূর্ণ চলচিত্রের কাহিনী বলে মনে হয়!” (অস্ট্রেলিয়ার শহর ওয়োলেঙ্গোং থেকে) ভিউস ফ্রম তোরাজি ব্লগের জেফ সাইডবটম এর ভাবনা দেশব্যাপী সবার ভাবনার সাথে মিলে যায়:

…এতে কুইন্সল্যান্ডের তীরভূমি আর কাছাকাছি গ্রেট কেপ্পেল দ্বীপের তট ভূমি ক্ষতিগ্রস্ত হবে- আর আমাদের গুরুত্বপূর্ণ পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে।

এই জাহাজ তার চলাচলের পথের ১৫ মাইল দূরে ছিল। অযোগ্যতা বা স্থানীয় জ্ঞানের অভাবকে দুর করা যেত যদি এলাক সম্পর্কে অভিজ্ঞ একজন চালক ওই সময়ে ওখানে থাকতেন।

অবশ্যই একটা প্রযোজনীয়তা যেটা সকল ব্যারিয়ার রিফে চলাচলকারী প্রতিটি জাহাজের ক্ষেত্রে আরোপ করা দরকার!

ব্যারিয়ার রিফে তেল পড়েছে!

দলীয় ব্লগ লারভাতোস প্রোদিওতে ব্রায়ান আমাদেরকে মনে করিয়েছেন:

এক বছরের কিছু সময় আগে দক্ষিন পূর্ব কুইন্সল্যান্ডের তীরে বড় ধরনের তেল পড়ার ঘটনা হয়েছিল যখন প্যাসিফিক এডভেঞ্চারার মাটিতে লেগেছিল যার ফলে ২৭০ টন তেল সানশাইন তীর আর মোরেটন দ্বীপে পড়েছিল। এখন চীনা একটা জাহাজ, শেন নেং ১, পুরো দমে একটা রিফে ধাক্কা মেরেছে রকহ্যাম্পটনের প্রায় ১২০ কিমি পূর্বে গ্রেট ব্যারিয়ার রিফের দক্ষিণ কোনে।

গ্রেট ব্যারিয়ার রিফে তেল পড়েছে।

অস্ট্রেলিয়ার সিনেট প্রার্থী লারিসা ওয়াটার্স খুব পরিষ্কার দ্যা গ্রিন্স দল কি চায় সে ব্যপারে:

মেরিন পাইলট বাধ্যতামূলক হওয়া দরকার সমগ্র অভ্যন্তরীণ গ্রেট ব্যারিয়ার রিফ এলাকায় জাহাজ চালানোর জন্য,আর ইন্ডাস্ট্রির উচিত এই ময়লা পরিষ্কারের পুরো ব্যায় বহন করা – এই কথা গ্রীনরা আজকে বলেছে যখন গ্রেট কেপ্পেল দ্বীপের কাছে অজ্ঞাত পরিমানে তেল পড়েছে।

গ্রেট ব্যারিয়ার রিফ কয়লার হাইওয়ে না, এটা মাল্টিবিলিয়ন ডলারের পর্যটনের প্রতিক আর প্রাণীবৈচিত্রের নিদর্শন যার নিরাপত্তা দেখা সরকারের উচিত সব থেকে বেশী।

আমাদের রিফকে নিরাপদ রাখবে এমন পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে বিনিয়োগ না করে এর পরিবর্তে সরকার চেষ্টা করছে ফসিল ফুয়েল রপ্তানী বৃদ্ধির।

রিফ কয়লার হাইওয়ে না- গ্রীন বলেছেন তেল পড়া রোধ করতে কাজ করতে হবে।

প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চল ব্যাপী এই গোলমাল ছড়িয়েছে। আমেরিকাতে উদারপন্থী ইরেগুলার টাইমস (মুদ্রণ অযোগ্য সংবাদ) স্থানীয় উন্নয়নের সাথে অবশ্যম্ভাবী যোগ খুঁজেছে:

বারাক ওবামা সারাহ পলিনের ফালতু ড্রিল বেবি ড্রিল এজেন্ডা সমর্থন করছেন বাড়ানো অফশোর ড্রিলিং এর ব্যাপারে। তিনি বলেছেন যে আমাদের চিন্তা করা উচিত না, কারণ শীঘ্র হয়ত বড় কোন দূর্ঘটনা ঘটবে না…

…আজকের মতো বড় দূর্ঘটনা যেখানে একটা কয়লাবাহী বড় জাহাজ গ্রেট ব্যারিয়ার রিফে ধাক্কা মারল। কিছু জ্বালানী তেল পড়েছে, কিন্তু জাহাজে যদি তেল থাকতো, দুর্ঘটনার ফল আরো খারাপ হতো।

গ্রেট ব্যারিয়ার রিফে তেল পড়েছে

আমরা কেবল ইশ্বরকে ধন্যবাদ জানাতে পারি যে এইবার তেলের বদলে কয়লার জাহাজ ছিল।

Exit mobile version