[পডকাস্ট] ট্রান্সপারেন্সিয়া ব্রাজিলের ফাবিয়ানো আন্জেলিকোর সাথে সাক্ষাৎকার

ফাবিয়ানো আন্জেলিকো ট্রান্সপারেন্সিয়া ব্রাজিলের প্রকল্প সমন্বয়ক। চিলি ইউনিভার্সিটিতে তার স্নাতকোত্তর গবেষণার বিষয় হচ্ছে “স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ“। এর সাথে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি করছেন ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত ফুন্ডাকো গেটুলিও ভার্গাস বিশ্ববিদ্যালয়ে

নীচের পডকাস্টে তিনি ব্যাখ্যা করছেন যে স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত প্রকল্পগুলো কেন কেন্দ্রীয় বা রাষ্ট্রীয় সরকারের দিকে মনযোগ দেয় স্থানীয় সরকারগুলোকে উপেক্ষা করে। তিনি ব্রাজিলের চমৎকার একটি প্রকল্প সম্পর্কে জানিয়েছেন যার মাধ্যমে ব্লগাররা স্থানীয় রাজনীতিবিদদের পরিগ্রহণ করেন।

https://transparency.globalvoicesonline.org/sites/default/files/Interview_with_Fabiano_Angelico.mp3?_=1
Exit mobile version